‘ইন্ডিয়া’র কমিটি বৈঠকের দিনেই ইডি তলব!
রবিবার রাতে নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটারে) অভিষেক লিখেছেন, ‘‘ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর দিল্লিতে, যে কমিটির আমিও একজন সদস্য। কিন্তু ইডি ওই দিনই আমাকে হাজিরা দেওয়ার জন্য নোটিস দিয়েছে! এই মাত্র সেই নোটিস পেলাম। ৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষতা ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত না হয়ে পারছি না।’’ ঘটনাচক্রে, যে দিন অভিষেককে ইডি তলব করেছে, তার ঠিক এক দিন আগেই বিদেশ সফরে রওনা হচ্ছেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে বিরোধী জোটের যে বৈঠক বসেছিল সেখানেই এই সমন্বয় কমিটি তৈরি হয়েছিল। সেখান তৃণমূলের প্রতিনিধি হিসাবে রাখা হয়েছিল অভিষেককে। সেই সময় জানানো হয়েছিল, পরবর্তী বৈঠকের দিন পরে ঘোষণা করা হবে। সেই মতো জানিয়ে দেওয়া হয়, পরবর্তী বৈঠক হবে দিল্লিতে। উল্লেখ্য, যে দিন বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকটি হবে রাজধানীতে, সেই সময় দুবাই ও স্পেন সফরের জন্য দেশের বাইরে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতার। আগামী মঙ্গলবার তাঁর বিদেশ রওনা হওয়ার কথা। আর পরদিন জোটের বৈঠকে তৃণমূলের প্রতিনিধি হিসাবে অংশ নেওয়ার কথা অভিষেকের।
অভিষেক নিজেও ওই টুইটে ইডির মুখোমুখি হতে যাওয়ার কথা স্পষ্ট কিছুই জানাননি। রবিবার বিকেলেই দিল্লি থেকে ফিরেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কোনও বিষয়ে মুখ না খুলেই কালীঘাটে চলে যান মমতা। কিন্তু মনে করা হচ্ছে, সোমবার নবান্ন থেকে অভিষেককে ইডির নোটিস ধরানোর বিরুদ্ধে সরব হতে পারেন তিনি। সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কেন্দ্র ও রাজ্যকে খামবন্দি চিঠি লেখা নিয়েও সুর চড়াতে পারেন মমতা।