You will be redirected to an external website

প্রতি নিয়তই আবহাওয়ার পরিবর্তন , তারই মাঝে কেঁপে উঠল মেঘালয় !

মেঘালয়ে ফের মৃদু ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই ! সংগৃহীত ছবি

ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠছে মেঘালয়।  শনিবার সকাল ১১:৩৫টায় ৩.৪ প্ৰাবল্যের ভূমিকম্পে কেঁপেছে রাজ্যের উত্তর গারোপাহাড় জেলা ও সংলগ্ন এলাকা। গতকাল শুক্রবার সকাল ০৯:০৭টায় রিখটার স্ক্যালে ৩.১ প্রাবল্যের ভূমিকম্প সংঘটিত হয়েছে পশ্চিম গারোপাহাড় জেলা ও সংলগ্ন এলাকায়। 

তবে শনিবার ও গতকালের ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।প্রাথমিক তথ্যে জানা গেছে, শনিবার সকাল ০৯টা ০৭ মিনিটে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তর গারোপাহাড় জেলার ভূগৰ্ভের ৫ কিলোমিটার গভীরে।সাম্প্রতিককালে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। গত ২৪ এপ্রিল সকাল ০৭:৪৭টায় মেঘালয়ে রিখটার স্কেলে ৩.৫ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছিল। এর আগে ১৭ এপ্রিল ৩.৭ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল অসমের রাজধানী গুয়াহাটি ও তার পার্শ্ববর্তী অঞ্চল। তার আগের দিন ১৬ এপ্ৰিল মণিপুরে ৩.৬ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্প হয়েছে। এভাবে ২০ ফেব্রুয়ারি ৩.৬ প্রবল্যের ভূমিকম্পে কেঁপেছে মণিপুরের তামংলং জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল। 

অনুরূপভাবে গত ১৯ ফেব্ৰুয়ারি ৩.৮ তীব্রতার ভূমিকম্প হয়েছে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলা। এছাড়া ১৬ ফেব্ৰুয়ারি সকাল ৯-টা ২৬ মিনিট ২৯ সেকেন্ডে কেঁপে উঠেছিল শিলং সহ রাজ্যের পূর্ব খাসিপাহাড় জেলার বিভিন্ন এলাকা। ওই দিন সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৩.৯ ধরা পড়েছিল। এভাবে ১৩ ফেব্রুয়ারি ১৮ ঘণ্টার মধ্যে ৪.০ প্রাবল্যের দ্বিতীয় ভূমিকম্প সংঘটিত হয়েছিল মধ্য অসমের হোজাই জেলা সদর।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

মুর্শিদাবাদ-পৌঁছেই-একের-পর-এক-চমক!-কী-করলেন-অভিষেক? Read Next

মুর্শিদাবাদ পৌঁছেই একের...

Related News