You will be redirected to an external website

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের জেম পোর্টালের বিরোধিতা,দরপত্রদাতার কুশপুত্তলিকা পোড়ানো হয়

ইস্টার্ন-কোলফিল্ড-লিমিটেডের-জেম-পোর্টালের-বিরোধিতা,দরপত্রদাতার-কুশপুত্তলিকা-পোড়ানো-হয়

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের জেম পোর্টালের বিরোধিতা । ছবি: নিজস্ব

আসানসোল : ইসিএলের সরবরাহকারী ঠিকাদার পরিবহন এতদিন জেম পোর্টালের বিরুদ্ধে নিজেদের মতো করে আন্দোলন করছে।  ইসিএল সদর দফতরের প্রধান ফটকের সামনে আবারও তুমুল আন্দোলন।  জহর পোর্টালের পরিবহন ঠিকাদারের কুশপুত্তলিকাও পোড়ানো হয়।

পুরনো পদ্ধতি থেকে টেন্ডার প্রক্রিয়া গ্রহণের দাবিতে গত ২৪ দিন ধরে ইসিএল সদর দফতরের সামনে আন্দোলন করছেন যানবাহন চালকরা।  আন্দোলনের কারণে টেন্ডার নেওয়া প্রতিষ্ঠানটি ইসিএলে গাড়ি দিতে পারছে না।  পুরনো গাড়ির মালিক ও চালকরা ইসিএলে যানবাহন চালাতে দিচ্ছেন না। 

যানবাহনের চালকদের দাবি, ওই টেন্ডার বাতিল করে আমাদের গাড়ি রাখা হোক।  অন্যথায় বাইরের কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না।  যদিও ইসিএল স্পষ্টভাবে বলেছে যে কয়লা মন্ত্রকের নির্দেশে জেম পোর্টালের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে।  টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ।  কিন্তু স্থানীয় যানবাহন মালিকরা তা মানতে মোটেও প্রস্তুত নয়।  ফলে ২৪ দিন ধরে সবাই একটাই দাবি নিয়ে আন্দোলনে বসেছে।

রুদ্র এন্টারপ্রাইজের পরিচালক দিলীপ তুরী বলেন, আমরা কারো চাকরি কেড়ে নেওয়ার পক্ষে নই, কর্মসংস্থান দেওয়ার পক্ষে।আমরা সব দেশীয় যানবাহন নিতে প্রস্তুত।  অন্যদিকে, অন্যান্য ঠিকাদার এবং সরবরাহকারীরাও এই জিইএম পোর্টালের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং এখনও এই জটিল প্রক্রিয়ার অধীনে কাজ করা কঠিন বলে জিইএম পোর্টালের বিরোধিতা করছেন। বাইরে থেকে আসা সরবরাহকারী ঠিকাদারদেরও বিরোধিতা করছেন তারা।  ইসিএলের সব আঞ্চলিক কার্যালয়ের সামনে সরবরাহকারী এক আন্দোলন করা হয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

আসানসোলের-স্পেনসার-মলে-ভয়াবহ-আগুন,-ঘটনাস্থলে-পৌঁছেছে-দমকলের-তিনটি-ইঞ্জিন Read Next

আসানসোলের স্পেনসার মলে ...