You will be redirected to an external website

দূরপাল্লার ৭০টি ট্রেনের সময়সূচিতেও বদল এসেছে,পূর্ব রেলের নতুন সূচি

দূরপাল্লার-৭০টি-ট্রেনের-সময়সূচিতেও-বদল-এসেছে,পূর্ব-রেলের-নতুন-সূচি

পূর্ব রেলের নতুন সময়সূচি কার্যকর হচ্ছে

রবিবার, ১ অক্টোবর থেকে পূর্ব রেলের নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। বেশ কয়েকটি রুটে শহরতলির একাধিক লোকাল ট্রেন যেমন চালু হচ্ছে, পাশাপাশি কয়েকটি ট্রেনকে নিয়মিত করা হয়েছে। 

দূরপাল্লার ৭০টি ট্রেনের সময়সূচিতেও বদল এসেছে। ওই সব ট্রেনের সফরের সময় কমেছে ৫ মিনিট থেকে ১ ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বিভিন্ন শাখায় তৃতীয় এবং চতুর্থ লাইন চালু হওয়ায় লাইনের ক্ষমতা বেড়েছে। ফলে একাধিক ট্রেনের গতি বাড়িয়ে সফরের সময় কমানো গিয়েছে। শুক্রবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ দ্বিবেদী ওই নতুন সময়সূচি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন।

তিস্তা-তোর্সা, কলকাতা-লালগোলা, হাজারদুয়ারি, কাঞ্চনজঙ্ঘা, কলকাতা- রাধিকাপুর এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের সফরের সময় কমছে বলে রেল সূত্রের খবর। কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেসের সফর সময় কমছে প্রায় ৭৫ মিনিট। ওই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় ছেড়ে ভোর ৩টে ৩৫ মিনিটে মালদহে পৌঁছয়। নতুন সূচি অনুযায়ী ট্রেনটি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ছেড়ে রাত ২টো ৪০ মিনিটে মালদহে পৌঁছবে। তিস্তা-তোর্সা এক্সপ্রেস দুপুর ২টো ৪৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টেয় শিয়ালদহ থেকে ছাড়বে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

LPG-Cylinder:-গ্যাসের-দাম-বাড়ল,-উৎসবের-মরসুমে-কলকাতায়-কত-টাকায়-মিলবে-এলপিজি-সিলিন্ডার? Read Next

LPG Cylinder: গ্যাসের দাম বাড়ল, ...