You will be redirected to an external website

টাকার অভাবে আর বন্ধ হবে না পড়াশোনা, বিরাট সিদ্ধান্ত মমতার!

টাকার-অভাবে-আর-বন্ধ-হবে-না-পড়াশোনা,-বিরাট-সিদ্ধান্ত-মমতার!

টাকার অভাবে আর বন্ধ হবে না পড়াশোনা

বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে বিরাট সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এ বছরে রাজ্যের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানেই ‘লেটার বক্স’ করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। এই লেটার বক্সের মাধ্যমে রাজ্যের অভাবী পড়ুয়াদের কথা জানতে পারবে সরকার। পড়াশোনায় যাতে কোনও বিঘ্ন না ঘটে তার সুরাহা করতেই এই লেটার বক্স তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর।

অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ব্রাত্যকে বলব শিক্ষা দফতরে একটা লেটার বক্স করো, যারা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না, ওই বক্সটায় গিয়ে ওদের আবেদন পত্র জমা দেবে। তোমরা দেখিয়ে ব্যবস্থা নেবে।’ দরিদ্র ছাত্রছাত্রীরা ভবিষ্যতের পড়াশোনা চালাতে না পারলে শিক্ষা দফতরে আবেদন করবে। সেই মতো শিক্ষা দফতরের তরফে খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে বলেই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

প্রত্যেক বারের মতো এবারও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি,আইসিএসই ও মাদ্রাসার কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ চত্বরে দুপুর ১টা থেকে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। মূলত মাধ্যমিকের প্রথম ১০ কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি উচ্চ মাধ্যমিকের প্রথম ১০ স্থানে থাকা পড়ুয়ারাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

নন্দীগ্রামে-অভিষেকের-পাল্টা-‘মহা-মিছিলের’-ডাক-শুভেন্দুর Read Next

নন্দীগ্রামে অভিষেকের পা...