You will be redirected to an external website

নানা স্থানে বিঘ্নিত হবে বিদ্যুৎ সরবরাহ !

উপত্যকায় ভোগান্তির আশঙ্কা ! সংগৃহীত ছবি

মে মাসের ৪-১৫ তারিখের মধ্যে কাশ্মীরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ প্রভাবিত হবে। ৪ ও ৬ মে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত ৩৩ কেভি কাঙ্গানহাল লাইনের অনিষ্পাদিত স্ট্রিং সুবিধার কারণে রিসিভিং স্টেশন গোপালপোড়ার বিদ্যুৎ সরবরাহ প্রভাবিত থাকবে। 

একইভাবে ৩৩ কেভি লিসার-হিলার লাইনের বৃদ্ধির সুবিধার্থে শঙ্করপোড়া, হিলার এবং আরকাশিপোরা রিসিভিং স্টেশনগুলিতে বিদ্যুৎ সরবরাহ ৪ এবং ৭ মে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রভাবিত থাকবে। একইভাবে ডেলিনা, সোপোর-২ এবং জেটিতে রিসিভিং স্টেশনে বিদ্যুৎ সরবরাহ ৬, ৯ ও ১৫ মে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত স্থিতিশীলকরণের কাজ করার কারণে প্রভাবিত থাকবে। 

এছাড়াও পুনঃপরিবাহী কাজের সুবিধার্থে রিসিভিং স্টেশন বারামুল্লা-১, কানিলবাগ, বারামুল্লা-২, দ্রংবাল, বাগি-ই-ইসলাম এবং শেরিতে বিদ্যুৎ সরবরাহ ৪ মে সকাল ৯টা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রভাবিত থাকবে। এছাড়াও আরও কিছু স্থানে বিদ্যুতের কাজের কারণ বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৪-১৫ পর্যন্ত উপত্যকায় ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Water-Crisis-:-তীব্র-গরমে-পানীয়-জলের-দাবিতে-বিক্ষোভ,-রাস্তা-অবরোধ-স্থানীয়দের Read Next

Water Crisis : তীব্র গরমে পানীয় ...