সব দায়িত্ব কাঁধ থেকে ঝেড়ে ফেললেন ইলেন ! সংগৃহীত ছবি
টুইটারের সিইও পদে আর থাকছেন না, জানালেন ইলন মাস্ক। সেই জায়গায় বসানোর জন্য এক যোগ্য মানুষকে তিনি খুঁজে পেয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে টুইট করে এমনটাই জানালেন আমেরিকার ধনকুবের তথা টুইটারের মালিক ইলন মাস্ক। আর ইলনের এই ঘোষণার পরই হইচই পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। টুইটারের পরবর্তী সিইও কে হতে চলেছেন, তা ইলনের টুইট থেকে স্পষ্ট না হওয়ায় জল্পনা শুরু হয়েছে।
ইলন টুইটারে লেখেন, ‘‘আমি টুইটারের জন্য নতুন এক জন সিইও নিয়োগ করেছি। এই ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত। ৬ সপ্তাহের মধ্যেই কাজ শুরু করবেন নতুন সিইও।’’
তা হলে কি টুইটারের সব দায়িত্ব কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চাইছেন ইলন? উত্তর দিয়েছেন নিজেই। ইলন জানিয়েছেন, তিনি সিইও-র চেয়ারে না বসলেও অন্য গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব সামলাবেন। টুইটারে তিনি লিখেছেন, ‘‘সিইও না থাকলেও আমি সংস্থার কার্যনির্বাহী চেয়ারম্যান এবং সিটিও হিসাবে কাজ করে যাব। টুইটারের কাজকর্ম এবং বিভিন্ন সফটওয়্যারের দিকেও আমার নজর থাকবে।’’
টুইটারের পরবর্তী সিইও-র নাম ঘোষণা না করলেও ইলন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ৬ সপ্তাহের মধ্যেই নতুন সিইও পেয়ে যাবে মাইক্রোব্লগিং সংস্থা। ইলন টুইটারে লেখেন, ‘‘আমি টুইটারের জন্য নতুন এক জন সিইও নিয়োগ করেছি। এই ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত। ৬ সপ্তাহের মধ্যেই কাজ শুরু করবেন নতুন সিইও।’’