You will be redirected to an external website

খ্রিস্টান মতে বিয়ে করলেন আমিরকন্যা ইরা খান, হচ্ছে গ্র্যান্ড রিসেপশন

খ্রিস্টান-মতে-বিয়ে-করলেন-আমিরকন্যা-ইরা-খান,-হচ্ছে-গ্র্যান্ড-রিসেপশন

খ্রিস্টান মতে বিয়ে করলেন আমিরকন্যা ইরা খান

৩ জানুয়ারি আইনি বিয়ে সেরেছিলেন। এবার ১০ তারিখ উদয়পুরের তাজ আরাভলি রিসর্টে রাজকীয়ভাবে খ্রিস্টান মতে বিয়ে করলেন আমিরকন্য়া ইরা খান। বাবা-মা এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের সাক্ষী রেখেই নতুন জীবনে পা রাখলেন ইরা খান ও নূপুর শিখারে।

দিন কয়েক ধরেই সোশাল মিডিয়ায় প্রাক বিবাহ অনুষ্ঠানের একাধিক ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে প্রাক্তন স্ত্রীদের সঙ্গে চুটিয়ে মজা করতে দেখা গিয়েছে আমির খানকে। মেয়ের বিয়ের আয়োজন খতিয়ে দেখতে গত ৫ জানুয়ারি আগেভাগেই পৌঁছে গিয়েছিলেন বলিউড সুপারস্টার। দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাও ছেলেমেয়েদের নিয়ে পরে পৌঁছন। তিন দিন ব্য়াপী এই বিয়ের অনুষ্ঠানে কোনওরকম খামতি রাখেননি আমির খান।

বর-কনে উভয়পক্ষের জন্যই তাজ আরাভলি রিসর্টের ১৭৬টি রুম বুক করা হয়েছে। ২৫০ জন অতিথি উপস্থিত থাকবেন ইরা-নুপূরের বিয়েতে। বলিউড মাধ্যম সূত্রে খবর, মিস্টার পারফেকশনিস্ট নিজের জন্য আরেকটি লাক্সারি স্যুট বুক করেছেন। যেখান থেকে গোটা উদয়পুরের ভিউ পাওয়া যায়। রাজকীয় সেই বিয়েতে আমন্ত্রিত ছিলেন আমির খানের বলিউডের তারকাবন্ধুরাও। তাঁদের জন্যও বিশেষ আয়োজন ছিল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-স্বামীজির-জন্মদিবসের-জন্য-শুক্রে-হচ্ছে-না-তৃণমূলের-বৈঠক Read Next

Mamata Banerjee: স্বামীজির জন্মদি...