You will be redirected to an external website

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তেলঙ্গানা,১৫ ফুট জলের নীচে তেলঙ্গানার গোটা গ্রাম

ভারী-বৃষ্টিতে-বিপর্যস্ত-তেলঙ্গানা,১৫-ফুট-জলের-নীচে-তেলঙ্গানার-গোটা-গ্রাম

১৫ ফুট জলের নীচে তেলঙ্গানার গোটা গ্রাম

রাতের মধ্যে ১৫ ফুট জলের তলায় চলে গেল তেলঙ্গানার গোটা একটি গ্রাম। শেষমেশ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং বায়ুসেনার যৌথ প্রচেষ্টায় রুদ্ধশ্বাস উদ্ধার করা হল গ্রামের ১৯০০ জন বাসিন্দাকে।

ভারী বৃষ্টির কারণে তেলঙ্গানার বহু জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় লোকালয়ে ঢুকতে শুরু করেছে নদীগুলির জল। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি রাজ্যের জয়শঙ্কর ভূপালপল্লি জেলার। এই জেলারই মোরাঞ্চাপল্লি গ্রাম এক রাতের মধ্যে ১৫ ফুট জলের নীচে চলে গিয়েছে। কেউ গাছের উপরে, কেউ বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিলেন। আর অপেক্ষা করছিলেন কখন তাঁদের উদ্ধার করা হবে।

গ্রামবাসীর কথায়, “দু’দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে এই জেলায়। মোরাঞ্চাপল্লির পাশ দিয়েই বয়ে গিয়েছে ছোট নদী মোরাঞ্চাপল্লি ভাগু। বৃষ্টির কারণে সেটি এমনিতেই ফুলেফেঁপে উঠেছিল। তার পর সেই জল গ্রামে ঢুকতে শুরু করে।” তিনি আরও জানান, ২৬ জুলাইয়ের রাতে সেই জল আচমকাই বেড়ে গিয়ে হু হু করে গোটা গ্রামকে প্লাবিত করতে শুরু করে। গ্রামবাসীরা সারা রাত জেগে কাটিয়েছেন। প্রতি মুহূর্তে জলের স্তর বেড়ে চলেছিল।

যত ক্ষণে উদ্ধারকারীদের কাছে খবর পৌঁছেছিল, তত ক্ষণে ১৫ ফুট জলের তলায় চলে গিয়েছিল গ্রাম। কে বেঁচে, কে নেই, কেউ কারও খবর রাখার মতো পরিস্থিতি ছিল না বলে এক গ্রামবাসীর দাবি। রাতেই এনডিআরএফ উদ্ধারে নামে। বায়ুসেনার দু’টি হেলিকপ্টারও উদ্ধারে নামে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Vande-Bharat:-বন্দে-ভারতের-খাবারে-আরশোলা,ক্ষমা-চেয়ে-পদক্ষেপ-রেলের Read Next

Vande Bharat: বন্দে ভারতের খাবার...