You will be redirected to an external website

Delhi Pollution: দিল্লির দূষণের জন্য যোগী সরকারকেই দুষলেন পরিবেশমন্ত্রী

Delhi-Pollution:-দিল্লির-দূষণের-জন্য-যোগী-সরকারকেই-দুষলেন-পরিবেশমন্ত্রী

দিল্লির দূষণের জন্য যোগী সরকারকেই দুষলেন পরিবেশমন্ত্রী

 রাজধানীর বুকে দূষণের ছবি নতুন নয়। প্রতি বছরই এই দূষণে আকাশ-বাতাস ঢেকে যায় দিল্লিতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। এবার এই পরিস্থিতির জন্য উত্তর প্রদেশের দিকে দায় ঠেলল দিল্লির সরকার। যোগী-রাজ্য থেকে আসা বাসের জন্যই দূষণ এত বাড়ছে বলে দাবি করেছেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই।

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে গোপাল রাই জানিয়েছেন, দিল্লিতে শুধুমাত্র ইলেকট্রিক বাস ও সিএনজি বাস চলে। পেট্রোলে চলা বিএস ৩ ও ডিজেলে চলা বিএস ৪ বাস নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, “ওই বাসগুলি যাতে না পাঠানো হয় তার জন্য যোগী আদিত্যনাথকে আবেদন জানাচ্ছি। তাহলে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।”

পরিবেশমন্ত্রী আরও জানিয়েছেন, দূষণ নিয়ন্ত্রণের জন্য দিল্লির সরকার একাধিক পদক্ষেপ করেছে। আনন্দ বিহার অর্থাৎ যেখানে বাস স্টপে উত্তর প্রদেশের ওই বাসগুলি আসে, সেখানেই দূষণের মাত্রা সবথেকে বেশি বলে জানিয়েছেন মন্ত্রী। উল্লেখ্য, বিএস ৩ ও বিএস ৪ বাসগুলি আগেই নিষিদ্ধ করে দিয়েছে দিল্লির সরকার। দিল্লির রাস্তায় ওই বাসগুলি দেখা গেলে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Nepal-Earthquake:-ছড়িয়ে-ছিটিয়ে-প্রচুর-দেহ!-নেপালে-ভূমিকম্পে-মৃতের-সংখ্যা-বেড়ে-১৫৪ Read Next

Nepal Earthquake: ছড়িয়ে ছিটিয়ে প্র...

Related News