বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে জারি থাকবে অস্বস্তি
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে শুক্রবারও। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেই খবর।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। তবে উত্তরবঙ্গের মতো ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কম। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় হলেও দক্ষিণবঙ্গে এখনও সক্রিয় হয়নি বলেই খবর। কবে হবে সে বিষয়েও এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বাজ পরতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে দামিনী অ্যাপ ডাউনলোড করে বজ্রপাতের সম্ভাবনা দেখে রাস্তায় বেরতে বলা হয়েছে।