You will be redirected to an external website

Asia Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বহীন ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি

Asia-Cup-2023:-বাংলাদেশের-বিরুদ্ধে-গুরুত্বহীন-ম্যাচেও-বৃষ্টির-ভ্রুকুটি

বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বহীন ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি

কলম্বোতে বৃষ্টি হচ্ছেই। বৃহস্পতিবার পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচেও বৃষ্টির কারণে ওভার কমেছিল। শুক্রবার সেই মাঠেই মুখোমুখি ভারত এবং বাংলাদেশ। এশিয়া কাপে এই ম্যাচের কোনও গুরুত্ব নেই। কিন্তু দুই প্রতিবেশী দেশ চাইবে বিশ্বকাপের আগে একে অপরকে মেপে নিয়ে।

সুপার ফোরে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ভারত। বৃহস্পতিবার পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কাও। বাংলাদেশ এখনও পর্যন্ত সুপার ফোরে একটি ম্যাচও জিততে পারেনি। শুক্রবার অন্তত ভারতকে হারিয়ে কিছুটা মুখরক্ষা করতে চাইবেন শাকিব আল হাসানেরা। কিন্তু আবহাওয়া দফতর বলছে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। 

এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে ভারতের ম্যাচের দিনগুলিতে বৃষ্টি দেখা দিয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে পুরো খেলাই সম্ভব হয়নি। নেপালের বিরুদ্ধে ম্যাচের দিনেও বৃষ্টি হয়। সুপার ফোরে পাকিস্তান ম্যাচের দিন বৃষ্টি হয়েছিল। সেই দিন খেলা না হওয়ায় পরের দিন খেলা হয়।বৃহস্পতিবার পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির কারণে টস হয় দেরিতে। প্রথমে ঠিক হয় ৪৫ ওভারের ম্যাচ হবে। পরে আবার বৃষ্টির জন্য সময় নষ্ট হওয়ায় ৪২ ওভারে ম্যাচ হয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-লা-লিগা-প্রেসিডেন্টকে-বাংলার-‘ফুটবল-ম্যানিয়া’-বোঝালেন-মমতা Read Next

Mamata Banerjee: লা লিগা প্রেসিডেন...