You will be redirected to an external website

১২০টি বন্দে ভারত তৈরির চুক্তি ভারতের, থাকছে রাশিয়া যোগ

বন্দে ভারত ট্রেন নিয়ে প্রত্যেকের উৎসাহ তুঙ্গে

বন্দে ভারত ট্রেন নিয়ে প্রত্যেকের উৎসাহ তুঙ্গে। কম সময়ে অনেক বেশি দূরত্ব অতিক্রম করে এই ট্রেন, ফলে সাধারণ মানুষের জন্য তা অনেক সুবিধাজনক। এবার যাত্রীরা অপেক্ষায় রয়েছেন, কবে ট্র্যাকে চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন। রেল সূত্রে খবর, ইন্দো-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি কিনেট রেলওয়ে সলিউশনের সঙ্গে চুক্তি করেছে ভারত। 

জানা গিয়েছে, কিনেট রেলওয়ে সলিউশন ১২০টি বন্দে ভারত তৈরি করবে। শুধু তৈরি করাই নয়, ৩৫ বছর ধরে রক্ষণাবেক্ষণের দায়িত্বও নেবে তারা। এই চুক্তি থেকে ঠিক ২ বছর প্রথম স্লিপার ট্রেনের রেক নামবে ট্র্যাকে।

ভারত ও রাশিয়া- দুই দেশই কিনেট রেলওয়ে সলিউশনের অংশ। এ ক্ষেত্রে ভারতের রেল বিকাশ নিগম লিমিটেড ও রাশিয়ার লোকোমোটিভ ইলেকট্রনিক সিস্টেম ও মেট্রোওয়াগনমাস যৌথভাবে কাজ করে। আমেরিকা যখন রাশিয়ার বিভিন্ন সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, তখন ভারতের এই চুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

তৃণমূলের-দিল্লিগামী-বাস-ঝাড়খণ্ডে-দুর্ঘটনার-কবলে,-ছিলেন-পুরুলিয়ার-কর্মীরা Read Next

তৃণমূলের দিল্লিগামী বাস...