কয়লা বোঝাই ট্রেন থেকে ধোঁয়া বের হতে দেখে চাঞ্চল্য।ছবি: নিজস্ব
নিজস্ব সংবাদদাতা: রানিগঞ্জের দুই নম্বর প্ল্যাটফর্মে একটি পণ্যবাহী ট্রেনে হঠাৎ কয়লা বোঝাই বাক্স থেকে ধোঁয়া বের হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও আসেন। কিন্তু পণ্যবাহী গাড়িতে কয়লা বোঝাই ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে ফায়ার ব্রিগেড হাই ভোল্টেজ বিদ্যুতের লাইন কাটাতে সফল হতে পারেনি। ফলে তাকে ফিরতে হয়।
এ বিষয়ে রানিগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার অরুণ কুমার শর্মা জানান, একটি কয়লা বোঝাই মালবাহী ট্রেন দুর্লভপুর,মেজিয়ায় অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিল। এর একটি কোচ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে, তারপরে ফায়ার ব্রিগেড কর্মীদের ডাকা হয়েছিল কিন্তু তাদের প্রয়োজন হয়নি। পণ্যের ট্রেনটি মেজিয়ায় পৌঁছেছিল একই অবস্থায় যেখানে নিরাপদে কয়লাটি খালাস করা হয়েছিল। কোথাও কেউ ক্ষতিগ্রস্থ হয়নি। কিন্তু কয়লা বোঝাই ওয়াগনে কীভাবে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন উঠেছে।আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। অন্যদিকে, কর্মকর্তারা বলছেন, এ ধরনের কয়লায় আগুন লাগার কারণ হচ্ছে, যে জায়গা থেকে কয়লা লোড করা হয়েছে, সেখানে গ্যাস লিকেজ ও পোড়ানোর প্রক্রিয়ার কারণে আগুনের সূত্রপাত হয়।