গ্রেফতারির পর হাসপাতালের পথে বিস্ফোরক জ্যোতিপ্রিয়
বিজেপি এবং শুভেন্দুই চক্রান্তে জড়িত’, গ্রেফতারির পর হাসপাতালে মেডিক্যাল করাতে নিয়ে যাওয়ার পথে বিস্ফোরক প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
প্রাক্তন খাদ্যমন্ত্রীকে মেডিক্যালের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাড়ে আট’টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে উদ্দেশ্যে। মেডিক্যাল টেস্টের পরে তাঁকে নিয়ে যাওয়া হবে ব্যাঙ্কশাল আদালতে। ইডি আধিকারিকরা মন্ত্রীকে জেরার জন্য নিজেদের হেফাজতে চাইতে পারেন বলেই সূত্রের খবর।
এ দিন সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় বনমন্ত্রীর মুখে শোনা গিয়েছে ফের চক্রান্তের কথা। সাংবাদিকদের প্রশ্নের মুখে মন্ত্রী ফের বলেন, তিনি চক্রান্তের শিকার, বিরাট ষড়যন্ত্রের শিকার। যে চক্রান্তের নেপথ্যে বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলেছেন।
প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জোত্যিপ্ৰিয় মল্লিক গ্রেফতার। ইডি আধিকারিকরা শুক্রবার ভোরে তাঁকে গ্রেফতার করেন। ইডি সূত্রে জানা গিয়েছে, বনমন্ত্রী তথা খাদ্যমন্ত্রীর বয়ানে এ দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের সময় একাধিক অসঙ্গতি ছিল।