You will be redirected to an external website

সরকারি কর্মরতদের মুখে সুর মমতার পদত্যাগের দাবি !

প্রতিবাদের জেরেই বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় ! সংগৃহীত ছবি

কলকাতা হাই কোর্টের নির্দেশ ৩৬,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল প্রসঙ্গেও এ দিন মন্তব্য করতে শোনা যায় তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সংখ্যাটা ৩৬,০০০। প্রায় ২ লক্ষ পরিবার। আমি বলব, আপনারা হতাশ হবেন না। মন খারাপ করবেন না। আমাদের সরকার মানবিক, দুঃখের সময় পাশে থাকে। আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না।”

মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের নাছোরবান্দা আন্দোলনের তীব্র নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারী সরকারি কর্মচারীরা অফিস চলাকালীন কেন মিটিং, মিছিল করছেন, সরাসরি প্রশ্ন রাজ্যের প্রশাসনিক প্রধানের। মহার্ঘ ভাতা দেওয়া প্রসঙ্গে তাঁর বক্তব্য, “ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। টাকা থাকলে ভালবেসে কাউকে পুরস্কার দিলাম, আমি তো দিয়েছি।” কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “৩ শতাংশ ডিএ দিয়েছি। কেন্দ্রের টাকা এনে দিন আরও ৩ শতাংশ দিয়ে দেব।”

মমতা বন্দ্যোরাধ্যায় গতকাল রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশে বলেছিলেন, 'কেন্দ্রীয় চাকরি খুঁজে নিন। সেখানে বেশি বেতন, বেশি ডিএ।' কার্যত তিনি জানিয়ে দেন, কোনও ভাবেই রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় কর্মীদের সমহারে ডিএ দেওয়া হবে না। মমতা পালটা পূর্বতন বাম সরকারকে তোপ দাগেন। বলেন, 'এর আগে বামেরা ৩৫ শতাংশ হারে ডিএ দিত। আমরা সেটা ১২৬ শতাংশ করেছিলাম।' তিনি আরও দাবি করেন, ষষ্ঠ পে কমিশনের টাকাও দিয়ে দিয়েছে তাঁর সরকার।  

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

"কোনো নাম নেইকো আমার শোনো...