অনুব্রত মণ্ডল প্রসঙ্গে ফের বিস্ফোরক মমতা
উত্তরবঙ্গে ভোটপ্রচারে গিয়ে পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের পরামর্শে তিনি এখন বাড়িতে বিশ্রামে রয়েছে। সদা তৎপর মমতাকে কি আর থেমে থাকার পাত্রী? পায়ে চোট নিয়েই এদিন বীরভূমের দুবরাজপুরের সভায় বক্তব্য রাখেন মমতা। তবে শরীরে সেখানে উপস্থিত হতে পারেননি তৃণমূলের সর্বময় নেত্রী।
সভায় বক্তব্য রাখার সময় এদিন বীরভূমের জেলবন্দি জেলা তৃণমূল অনুব্রত মণ্ডলকে নিয়েও মুখ খুলেছেন মমতা। তিনি বলেন, 'কেষ্টর নামে কত কথা বলা হচ্ছে। এমনকী তাঁর মেয়েকে আটকে রাখা হয়েছে। যদি সে অন্যায় করে, আদালতে প্রমাণ করুন। প্রমাণ করতে পারছে না, কিন্তু আটকে রেখে দিয়েছে যাতে সে তৃণমূল কংগ্রেসটা করতে না পারে। পঞ্চায়েত ভোট করতে না পারে।'
স্বভাবসিদ্ধভাবে ফোনে বক্তব্য রাখার সময় বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা। তিনি বলেন, 'রাজ্য সরকার মানুষের জন্য অনেক কাজ করছে। ভোট এলে বিজেপির দেখা মেলে। ভোটের আগে কেউ কেউ এসে টাকা ও মদ দেবে। কিন্তু তাঁকে সারা বছর খুঁজে পাওয়া যাবে না। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ক্রমশ। গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু এই সবের কোনও সুরাহা নেই। কেউ যদি কোথাও কোনও ভুল কাজ করে, তবে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান।