পালটা বিস্ফোরক দাবি সাংসদের! সংগৃহীত ছবি
বিরোধী দলনেতার এক টুইটের জল গড়াল বহুদূর । শুভেন্দুর নিশানায় ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের, রাজ্যের কারামন্ত্রী তথা রামনগর কেন্দ্রের বিধায়ক অখিল গিরি এবং বর্ধমান উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক নিশীথকুমার মালিক ।
নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও এক তৃণমূল বিধায়ক। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির পরই বিস্ফোরক টুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। টুইটে অপরূপা পোদ্দার, অখিল গিরি, মুকুল পুত্র শুভ্রাংশু রায়,আবু তাহের খান, নিশীথ কুমার সহ একাধিক নেতা, সাংসদ, মন্ত্রীর প্যাডে চাকরির জন্য করা সুপারিশ পত্র বলে দাবি করে কিছু ছবি প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। যার পর রাজ্য রাজনীতিতে প্রবল চাঞ্চল্য।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্যাডের ছবি পোস্ট করে লিখছেন 'তোলামূল সার্ভিস কমিশনের বেআইনি নিয়োগের সুপারিশ পত্র। এই টুইটে প্রকাশিত ছবি অনুযায়ী, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার নিজস্ব প্যাডে চাকরির জন্য ৭ জনের নাম তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিলেন। বিজেপি বিধায়কের টুইটে পোস্ট হওয়া ছবিতে দেখা যাচ্ছে, আরামবাগের সাংসদের প্যাডে দেখা যাচ্ছে ১৮ সেপ্টেম্বর ২০১৭ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ৭ জনের নামের সুপারিশ করা হয়েছিল।
৭ জনের মধ্যে আছে সদ্য প্রকাশিত আরামবাগ সাংগঠনিক তৃণমূল যুব সংগঠনের সহ সভাপতি বিভাস মালিকের নাম। যদিও বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ঘুরে এসেছিলেন বিভাস। তালিকায় নাম আছে তারই স্ত্রী সন্তোষী মালিকের নাম। আছে অন্যান্য মণ্ডলের নাম। এরা প্রত্যেকেই হাইস্কুলে চাকরিও পেয়েছিলেন বলে খবর। গ্রুপ সি পোস্টের জন্য সাংসদ ৪ জনের নামের সুপারিশ করেছিলেন। সেই চারজন হল আবু নাসের আগমেদ খান, পৌলমী সাহা, মৌসুমী আদক, সুজয় কুমার রায়। এরাও গ্রুপ সি পদে চাকরি পেয়েছিলেন বলে খবর। সাংসদের প্যাডের তলায় সাংসদের সাক্ষরও আছে। ইতিমধ্যেই আরামবাগ সাংসদের নিজস্ব প্যাডের সুপারিশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এমনকি সাংবাদিক মাধ্যমে অপরূপা পোদ্দার যথারীতি তাচ্ছিল্যের সঙ্গে শুভেন্দু অধিকারী কে ফোনের মাধ্যমে জুতো নিক্ষেপ করেন এবং তিনি জানান, শুধুমাত্র টুইটে কেন শুভেন্দুর সাহস থাকলে সামনাসামনি এসে এর মামলা করুক । যদিও এই পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন প্রশাসন বিভাগ।