You will be redirected to an external website

কুন্তলকে জেরার সময় ইডিকে ফোন শুভেন্দুর !

কুন্তলকে-জেরার-সময়-ইডিকে-ফোন-শুভেন্দুর-!

সাংবাদিক মাধ্যমে বিস্ফোরক কুন্তল । সংগৃহীত ছবি

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ সংবাদমাধ্যমের সামনে চাঞ্চল্যকর দাবি করেন। তিনি জানান, তাঁকে দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে ইডি। গোটা ঘটনার কথা চিঠিতে লিখে আদালতকেও জানিয়েছেন কুন্তল। সেই চিঠিতেই এবার আরও এক বিস্ফোরক দাবি করেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা।

আদালতে জমা দেওয়া কুন্তল ঘোষের চিঠিতে বিস্ফোরক অভিযোগ। বাড়িতে তল্লাশি চলাকালীন ফোন করেছিলেন শুভেন্দু অধিকারী। ED-র এক আধিকারিককে বারবার জিজ্ঞেস করছিলেন, কুন্তল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম বলেছেন কিনা। এমনকি আরও জানান  কুন্তল , ইডি আধিকারিকরা ইচ্ছেমতো বিবৃতি লিখে তাঁকে সই করতে বাধ্য করতেন।

সূত্রের খবর, আদালতকে লেখা চিঠিতে কুন্তল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথাও উল্লেখ করেছেন। কুন্তলের অভিযোগ, তাঁর বাড়িতে তল্লাশি চলকালীন এক ইডি আধিকারিককে বারবার করে ফোন করছিলেন শুভেন্দু। তাঁর আরও অভিযোগ, ওই ইডি আধিকারিককে ফোন করে শুভেন্দু জানতে চাইছিলেন কুন্তল কোনওভাবে অভিষেকের নাম বলেছেন কিনা।

কুন্তলের দাবিকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'তাও অনেক ভালো যে অমিত শাহের নাম বললেনি। শুভেন্দুর নাম অবধি বলে থেমে গিয়েছেন। তদন্ত কে ঘিরে আরও উত্তেজনা বাড়ানোর জন্যই এমন করসাজি করে চলেছে তৃণমূল এমনই অভিহিত করেন শমীক ভট্টাচার্য । 

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

এক-চাষীর-থেকে-উদ্ধার-প্রায়-২১-লাখ-৩৬-হাজার-২০০-টাকার-বিস্কুট-! Read Next

এক চাষীর থেকে উদ্ধার প্র...