চৈত্রের কালবৈশাখী আপাতত বিদায় । সংগৃহীত ছবি
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন। সোমোবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী তিন-চার দিনে, দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলিতে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। স্বস্তির দিন শেষ। চৈত্রের কালবৈশাখীর আপাতত বিদায়। নতুন করে আর কোনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে গোটা বঙ্গেই। বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফের ফিরতে চলেছে অস্বস্তিকর গরম। বাড়বে তাপমাত্রা, আর্দ্রতাজনিত অস্বস্তি।দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। ।সোমবার থেকে দিনের তাপমাত্রা অনেকটা বাড়বে, রাতের তাপমাত্রাও ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।বুধবার পর্যন্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী পাঁচ দিন বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালা সংলগ্ন এলাকায়।উত্তর-পশ্চিম ভারতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস। পূর্ব ভারতের রাজ্যগুলিতে বাংলা,বিহার, ওড়িশা, ঝাড়খন্ডে তাপমাত্রা বাড়বে। আগামী তিন দিনের দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে