You will be redirected to an external website

Sheikh Shahjahan: সন্দেশখালি কাণ্ডে প্রথম জামিনে মুক্তি,শাহজাহান ঘনিষ্ঠ

Sheikh-Shahjahan:-সন্দেশখালি-কাণ্ডে-প্রথম-জামিনে-মুক্তি,শাহজাহান-ঘনিষ্ঠ

প্রথম শর্ত সাপেক্ষ জামিনে মুক্ত শেখ শাজাহান ঘনিষ্ঠ ফারুক আকঞ্জি

সন্দেশখালি কাণ্ডে প্রথম শর্ত সাপেক্ষ জামিনে মুক্ত শেখ শাজাহান ঘনিষ্ঠ ফারুক আকঞ্জি।গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডির উপর হামলা হয়। সেই হামলার ঘটনায় ন্যাজাট থানায় ইডির তরফ থেকে একটি এবং ন্যাজাট থানার পুলিশ শতঃপ্রণোদিত একটি মামলা। মোট দু’টি মামলা রুজু হয়। কেস নম্বর ৮  ও কেস নাম্বার ৯।

গত ২৭ মে সিবিআইয়ের পক্ষ থেকে চার্জশিট জমা দেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। চার্জশিটে শেখ শাজাহান, শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা, মোঃ সিরাজুল, জিয়াউদ্দিন মোল্লা, ফারুক আকুঞ্জি ও সিরাজ উদ্দিন সহ ৭ জনের নাম থাকে। এদিন ফারুক আকুঞ্জির আইনজীবী আদালতে তাঁর জামিনের আবেদন করেন। কিন্তু জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী।

যদিও সমস্ত সওয়াল জবাব শেষে ৫ হাজার টাকার ব্যক্তিহত বন্ডে ফারুক ফারুক আকুঞ্জির জামিন মঞ্জুর করে আদালত। জামিন দিলেও দেওয়া হয় কিছু শর্ত। সন্দেশখালি এলাকায় ঢোকার ক্ষেত্রে থাকছে নিষেধাজ্ঞা। একইসঙ্গে সপ্তাহে দু’দিন সিবিআইয়ের দফতরে হাজিরও দিকে হবে ফারুককে। কোন ঠিকানায় বর্তমানে তিনি থাকছেন সবাই জানাতে হবে সিবিআইকে।  

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Nitish-Kumar:যন্ত্রণায়-কাতর,-গুরুতর-অসুস্থ-অবস্থায়-হাসপাতালে-নীতীশ-কুমার Read Next

Nitish Kumar:যন্ত্রণায় কাতর, গুর...