You will be redirected to an external website

বহুদিন পর মেয়েকে দেখে একি বলেলেন অনুব্রত !

বহুদিন-পর-মেয়েকে-দেখে-একি-বলেলেন-অনুব্রত-!

বন্দিদশায় সাক্ষাৎ বাবা ও মেয়ের । সংগৃহীত ছবি

তিহাড় জেলে বন্দি সুকন্যা মণ্ডলের। বহু অপেক্ষার পর বন্দিদশায় সাক্ষাৎ বাবা ও মেয়ের। মেয়েকে দেখে আবেগে ভাসলেন অনুব্রত মণ্ডল। বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, দিল্লি কেন এসেছে সুকন্যা।

শনিবার জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেখা হয় বাবা ও মেয়ের। সুকন্যাকে বন্দি অবস্থায় দেখে আবেগ সামলাতে পারেননি অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে ইডি। তাতে অনুব্রত মণ্ডলের জড়িত থাকার কথা উল্লেখ আছে। সেই টাকা মেয়ের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। ইডি সূত্রে খবর, বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।

একই জেলে থাকলেও পাশাপাশি নেই অনুব্রত ও সুকন্যা। জেল শনিবার মেয়েকে দেখেই বাবা অনুব্রত প্রশ্ন করেন, "তোকে তো দিল্লি আসতে বারণ করেছিলাম। তুই কেন এলি? কার কথায় এলি?" এর আগে মেয়ের গ্রেফতারির খবর পাওয়ার পর ভেঙে পড়েন অনুব্রত। তিনি মন্তব্য করেন, ইডি 'বাহাদুরির কাজ করেনি।' অফিসারদের হাত ধরে বলেন, "আপনার বিবেক বলে কিছু আছে তো নাকি?"

দীর্ঘদিন পর পরস্পরকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বাবা ও মেয়ে। মেয়েকে দেখেই অনুব্রত প্রশ্ন করেন, কেন হাজিরা দিতে এলি রুবাই।চোখের জল আটকাতে পারেননি তাঁরা । এর পর দুজনই দুজনের শরীরের খেয়াল রাখতে বলেন। সঙ্গে আইনি লড়াইয়ের ব্যাপারেও কথা হয় তাদের মধ্যে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

উত্তরবঙ্গে স্বস্তির ছায়...