You will be redirected to an external website

অভিষেকের নাম করে ফের মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় !

দল নয় দুর্নীতিদের সাথে লড়াই ! সংগৃহীত ছবি

'অভিষেকের নাম তো কুন্তল নিজেই তুলেছে, পেশ করা নথিতেও তা আছে। এতো আমার বানানো বা আকাশ থেকে পড়া নয়, অভিষেক নামে কি কেউ নেই? অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে পৃথিবীতে কি কেউ নেই?' তিনি আরও বলেন, 'তৃণমূল বলে আমার কাছে কিছু নেই, আছে শুধু দুর্নীতি, আর দুর্নীতি না থাকা। কোনও রাজনৈতিক দলের কাছ থেকে সুবিধে নেওয়া..এসব আসে না, সব বাজে কথা। বিচারের সময় দেখতে চাই, দুর্নীতি আছে, না দুর্নীতি নেই, এর বাইরে কিছু নেই।

জোড়া  মামলায় এজলাস বদলের পরে ফের মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । 'অভিষেকের নাম তো কুন্তল ঘোষ নিজেই তুলেছে, পেশ করা নথিতেও তা আছে। এতো আমার বানানো বা আকাশ থেকে পড়া নয়, অভিষেক নামে কি কেউ নেই?অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে পৃথিবীতে কি কেউ নেই?', হাইকোর্ট থেকে বেরোনোর সময় বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'তৃণমূল বলে আমার কাছে কিছু নেই, আছে শুধু দুর্নীতি, আর দুর্নীতি না থাকা'। কোনও রাজনৈতিক দলের কাছ থেকে সুবিধে নেওয়া..এসব আসে না, সব বাজে কথা। বিচারের সময় দেখতে চাই, দুর্নীতি আছে, না দুর্নীতি নেই, এর বাইরে কিছু নেই। যে গ্রাউন্ডে একটি মামলা সরেছে, একই গ্রাউন্ডে সব মামলাই সরতে পারে' , সুপ্রিম কোর্ট চাইলেই সরাতে পারে, হাইকোর্ট থেকে বেরোনোর সময় বললেন বিচারপতি ।

নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত অন্য মামলাগুলি সরে যাবে কিনা সেই নিয়েও এদিনও মুখ খোলেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'যে গ্রাউন্ডে একটি মামলা সরেছে, একই গ্রাউন্ডে সব মামলাই সরতে পারে। সুপ্রিম কোর্ট চাইলেই সরাতে পারে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

কেরলেও-বন্দে-ভারত-লক্ষ্য-করে-উড়ে-এল-পাথর,-ভাঙল-জানলার-কাচ! Read Next

কেরলেও বন্দে ভারত লক্ষ্...