অবশেষে কংগ্রেসে যোগ দিলেন জগদীশ শেত্তর ! সংগৃহীত ছবি
শেষমেশ কংগ্রেসেই যোগ দিলেন প্রাক্তন বিজেপি নেতা ও কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তর। সোমবার সকালে বেঙ্গালুরুতে কংগ্রেসের দলীয় কার্যালয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও শীর্ষ কংগ্রেস নেতাদের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন জগদীশ।
জগদীশের 'হাত শিবিরে' যোগদানের সময় উপস্থিত ছিলেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা, সিদ্দারামাইয়া, কে সি বেণুগোপাল প্রমুখ। প্রসঙ্গত, রবিবার বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন জগদীশ।সোমবার সকালে কংগ্রেসে যোগ দেওয়ার পর জগদীশ বলেছেন, "গতকাল আমি বিজেপি ছেড়েছি, আর সোমবার কংগ্রেসে যোগ দিয়েছি। বিরোধী নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সভাপতি কংগ্রেসে যোগ দেওয়ায় অনেকেই অবাক হয়েছেন। বিজেপি আমাকে প্রতিটি পদ দিয়েছে এবং দলের কর্মী হিসেবে আমি সবসময় দলের উন্নতির জন্য কাজ করেছি।
"জগদীশ আরও বলেছেন, "প্রবীণ নেতা হিসেবে আমি ভেবেছিলাম টিকিট পাব, কিন্তু যখন জানতে পারলাম যে আমি তা পাচ্ছি না, আমি হতবাক হয়ে গেলাম। কেউ আমার সঙ্গে কথা বলেনি অথবা বোঝানোর চেষ্টাও করেনি, আমি কী পদ পাব সে বিষয়ে আশ্বাসও দেয়নি।" জগদীশের কথায়, "আমি মনেপ্রাণে কংগ্রেসে যোগ দিয়েছি। ডি কে শিবকুমার, সিদ্দারামাইয়া, রণদীপ সুরজেওয়ালা এবং এম বি পাটিল-সহ কংগ্রেস নেতারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। যখন তাঁরা আমাকে আমন্ত্রণ জানায়, আমি কোনও চিন্তা ছাড়াই এসেছি।"