You will be redirected to an external website

Rahul Gandhi: অবশেষে সাংসদ পদ ফিরল রাহুল গান্ধী,সাংসদ হিসাবে পুনর্বহাল করা হল রাহুল গান্ধীকে

Rahul-Gandhi:-অবশেষে-সাংসদ-পদ-ফিরল-রাহুল-গান্ধী,সাংসদ-হিসাবে-পুনর্বহাল-করা-হল-রাহুল-গান্ধীকে

অবশেষে সাংসদ পদ ফিরল রাহুল গান্ধী

সুপ্রিম কোর্টের পর সংসদেও বড় জয় রাহুল গান্ধীর। অবশেষে সাংসদ পদ ফিরল রাহুল গান্ধীর। ওয়েনাডের সাংসদ হিসাবে পুনর্বহাল করা হল রাহুল গান্ধীকে। আজ সকালেই লোকসভার সেক্রেটারিয়েটের তরফে রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর নির্দেশ দেওয়া হয়।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেই  মানহানির মামলায় জড়িয়ে পড়েছিলেন রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক মানহানি মামলা দায়ের করেন গুজরাটের বিজেপি সাংসদ পূর্ণেশ মোদী। ওই মামলায় চলতি বছরের মার্চ মাসে সুরাট দায়রা আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়।

৪ অগস্ট সুপ্রিম কোর্টের তরফে সুরাট আদালতের ওই সাজার রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়। এরপরই সাংসদ পদ ফিরে পাওয়ার পথ খুলে যায় রাহুল গান্ধীর জন্য। সেই দিনই লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করে রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার আর্জি জানান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। লোকসভার সেক্রেটারিয়েটের কাছে সুপ্রিম কোর্টের রায়ের কপি জমা দেওয়া হয়..

আজ সংসদের অধিবেশন শুরু হতেই, লোকসভার সেক্রেটারিয়েটের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর কথা জানানো হয়। সুপ্রিম কোর্টের রায়ের ৪৮ ঘণ্টার মধ্যেই সাংসদ পদ ফিরল রাহুলের। আজ থেকেই লোকসভার অধিবেশনে যোগ দিতে পারবেন রাহুল গান্ধী। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Buddhadeb-Bhattacharjee:-সোমেই-ছাড়া-পাবেন-বুদ্ধদেব-ভট্টাচার্য?-বৈঠকে-মেডিক্যাল-দল Read Next

Buddhadeb Bhattacharjee: সোমেই ছাড়া পা...