You will be redirected to an external website

Saayoni Ghosh: অবশেষে ইডি দফতরে হাজিরা সায়নী ঘোষের,কী বললেন যুবনেত্রী?

Saayoni-Ghosh:-অবশেষে-ইডি-দফতরে-হাজিরা-সায়নী-ঘোষের,কী-বললেন-যুবনেত্রী?

অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সায়নী ঘোষ

অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সায়নী ঘোষ। সকাল থেকে লক্ষ লক্ষ চোখ সিজিও কমপ্লেক্সের দিকে ছিল। কারণ, গত বুধবার রাতে নিয়োগ দুর্নীতি মামলায় নোটিস পাওয়ার পর থেকে খোঁজ ছিল না সায়নীর। নির্ধারিত সময়ের আগেই এদিন সকাল ১১টা ২২ মিনিটে ইডি দফতরে পৌঁছে যান তৃণমূলের যুবনেত্রী।

শুক্রবার সকালেই জানা গিয়েছিল ইডি দফতরে হাজিরা দেবেন সায়নী ঘোষ। সূত্র মারফত এমনই দাবি করা হয়। অবশেষে সত্যিই তিনি তদন্তে সহযোগিতা করবেন বলে দাবি করলেন ইডি দফতরে পৌঁছে।গত কয়েকদিন ধরে কার্যত লোকচক্ষুর আড়ালে ছিলেন সায়নী। তৃণমূলের দাপুটে এই নেত্রীর সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছিল না বলে সূত্রের খবর। ফলে আজ তিনি আদৌ ইডি অফিসে যাবেন কি না, তা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সায়নী ঘোষের তরফেও এ বিষয়ে কিছু বলা হয়নি সকাল পর্যন্ত।

সায়নীর বেশ কয়েকটি ফ্ল্যাট আছে। সেগুলোর টাকা কোথা থেকে এল?  আয়ের উৎস কী? কুন্তলের সঙ্গে কীভাবে যোগাযোগ? এই সব বিষয়ে ইডি জিজ্ঞাসাবাদ করতে চায়। একাধিক রাজনৈতিক অনুষ্ঠানে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে নেতা-মন্ত্রী থেকে বড় মাপের নেতৃত্বদের সঙ্গে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

মুখ্যসচিব-হরিকৃষ্ণের-মেয়াদ-ছ’মাস-বাড়িয়ে-দিল-কেন্দ্রীয়-সরকার Read Next

মুখ্যসচিব হরিকৃষ্ণের মে...

Related News