You will be redirected to an external website

Weather: দক্ষিণবঙ্গে বর্ষা অবশেষে, আগামী ক’দিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Weather:-দক্ষিণবঙ্গে-বর্ষা-অবশেষে,-আগামী-ক’দিন-চলবে-ভারী-থেকে-অতি-ভারী-বৃষ্টি

অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা হাজির

৯ দিন দেরিতে বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে। মঙ্গল ও বুধবার ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে ৬ জেলায়। গোটা উত্তরবঙ্গেও মুড়ে ফেলেছে মৌসুমি বায়ু। উত্তরের ৩ জেলায় জারি লাল সতর্কতা। ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

গত কয়েকদিন ধরে যে ভাবে বাংলায় গরমের দাপট বেড়েছিল তাতে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিলেন বঙ্গবাসী। সব থেকে বড় সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, আর্দ্রতা। রাস্তায় বেরোলেই ঘামে ভিজে যাচ্ছে শরীর। কপাল থেকে ঘাম গড়িয়ে চোখে নাকে-মুখে। ফ্যানের নীচে দাঁড়িয়েও দরদরিয়ে ঘেমেছে মানুষ।

দক্ষিণবঙ্গে যখন এই অবস্থা, তখন উত্তরবঙ্গের ওপরের দিকের এলাকাগুলিতে ঝাপিয়ে বৃষ্টি। যদিও উত্তরেরই নীচের দিকের জেলা, মালদা, দুই দিনাজপুরেও তখন চোঙ রাঙাচ্ছে তাপপ্রবাহ। এবার গোটা বাংলায় প্রবেশ কাঙ্খিত বর্ষার।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Assam-Flood:-বন্যা-পরিস্থিতিতে-দুর্ভোগ-অসমে,-জলের-তলায়-৪৪৪টি-গ্রাম Read Next

Assam Flood: বন্যা পরিস্থিতিতে ...