অবশেষে তিহাড়ে হাজির দুই তৃণমূল সাংসদ
অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তিহাড়ে গেলেন তৃণমূলের দুই সাংসদ। এদিন কেষ্টর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি, দল যে তাঁর পাশে রয়েছে, সেই বার্তাও এই দুই সাংসদ তাঁর কাছে পৌঁছে দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
অনুমতি আগে থেকে নেওয়াই ছিল৷ শুক্রবার বেলা ১১টা নাগাদ তিহাড়ে পৌঁছন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বোলপুরের সাংসদ অসিত মাল৷ রাজ্যের শাসকদলের তরফে আনুষ্ঠানিক ভাবে অবশ্য এই বিষয়ে কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবারই গরুপাচার মামলায় সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। একইসঙ্গে কার্যত স্থগিত হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানিও। সোমবার থেকে গরমের ছুটি পড়ে যাওয়ার কারণে আগামী এক মাসে আর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। ফলে জুন মাসও কার্যত তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত ও সুকন্যাকে।
সেদিন সুকন্যার আইনজীবী বলেন, ইডির চার্জশিটে রয়েছে গরু পাচার মামলায় ধৃত বিএসএফের (BSF) ক্যাপ্টেন সতীশ শর্মার স্ত্রী তানিয়া সান্যালের নামও। কিন্তু তাকে তো গ্রেফতার করা হয়নি। বাবা অনুব্রত মণ্ডল বলেই গ্রেফতার করা হয়েছে সুকন্যা মন্ডলকে? গত এক বছর ধরে চিকিৎসা চলছে সুকন্যার। তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে জুন মাসে। সেই কারণ দেখিয়ে জামিনের আর্জি জানানো হয় আদালতে। যা খারিজ হয়ে যায় বৃহস্পতিবার।