You will be redirected to an external website

ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আগুন,দমকলের চেষ্টায় ঘণ্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে

ইডেন-গার্ডেন্সের-ড্রেসিংরুমে-আগুন,দমকলের-চেষ্টায়--ঘণ্টা-খানেকের-মধ্যে-আগুন--নিয়ন্ত্রণে

ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আগুন

বিশ্বকাপের সূচিও প্রকাশিত হয়েছে। সেমিফাইনাল-সহ বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে। তার আগে ইডেনের ড্রেসিংরুমেই ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার রাত ১১টা ৫০ মিনিট নাগাদ ইডেনের ড্রেসিংরুমে আগুন লাগে। খবর পেয়েই সেখানে পৌঁছে যায় দমকলের ২টি ইঞ্জিন। দমকলবাহিনীর তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছে ইডেনের ড্রেসিং রুম।

মধ্যরাতে হঠাৎই আগুন লাগল ইডেন গার্ডেন্সে। অ্যাওয়ে দলের ড্রেসিংরুম থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখেন সেখানকার কর্মীরা। এই ড্রেসিং রুমের ঠিক বাইরে ইডেনের পুনর্নির্মাণের কাজ চলছিল। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ঘণ্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে। ড্রেসিং রুমের কাঠের ফলস সিলিং থেকে ধোঁয়া বেরোতে হচ্ছিল বলে জানা গিয়েছে। যদিও সিলিংয়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই সিলিংয়ের একাংশ ভেঙে ফেলা হয়।

ইডেনে হবে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ। কালীপুজোর আগের দিনও ম্যাচ রয়েছে ইডেনে। বিশ্বকাপ উপলক্ষ্যে ইডেনে সংস্কারের কাজ চলছে। কিছু দিন আগেই আইসিসি ও বিসিসিআই-এর একটি দল ইডেন গার্ডেন্স পরিদর্শন করেছে। ইডেনের পরিস্থিতি সন্তোষজনক মনে হয়েছিল সেই দলের। আবার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরিদর্শনে আসবে আইসিসি ও বিসিসিআই-এর ওই দল। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-উত্তরবঙ্গে-ভারী-থেকে-অতি-ভারী-বৃষ্টি-!ক্ষিণবঙ্গে-বৃষ্টির-সঙ্গে-আর্দ্রতাজনিত-অস্বস্তি Read Next

Weather: উত্তরবঙ্গে ভারী থেকে...