You will be redirected to an external website

'' রবীন্দ্রনাথকে নিয়েও রাজনীতি করছেন বিরোধী দল '' কেন এমন মন্তব্য ফিরহাদের !

অমিত শাহকে নিশানা করলেন ফিরহাদ হাকিম ! সংগৃহীত ছবি

‘‘রবীন্দ্রনাথ এক হওয়ার কথা বলেছিলেন। আর এরা বিভাজনের রাজনীতি করে।’’ মঙ্গলবার এই কথাতেই কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

রবীন্দ্রজয়ন্তীতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকালে ২৫ বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথের বাড়ি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও যান তিনি। কিন্তু শাহ যাওয়ার আগেই ‘রবিতীর্থ’ ছুঁলেন ফিরহাদ হাকিম। মঙ্গলবার জোড়াসাঁকো থেকে নাম না করে শাহকে কটাক্ষ করেন ফিরহাদ। বলেন, লোকসভা ভোটের দিকে তাকিয়ে রাজনীতি করা হচ্ছে। এ ভাবে বাঙালির আবেগকে ছোঁয়া যাবে না বলে মনে করেন তিনি।

গত এপ্রিলে রাজ্য সফরে এসে লোকসভায় বাংলা থেকে ৩৫টি আসনে বিজেপিকে জেতানোর আহ্বান জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গ বিজেপিকে শাহের সেই লক্ষ্য বেঁধে দেওয়া নিয়েই মঙ্গলবার কটাক্ষ করেছেন ফিরহাদ। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই লক্ষ্য বেঁধে দেওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৪০টি আসনে তৃণমূলকে জেতানোর ডাক দিয়েছেন।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

ছাত্র-ছাত্রীদের প্রতিবা...