বিজেপিকে ফিরহাদের তোপ, এল পাল্টা জবাব
বুধবার কলকাতা হাই কোর্ট সন্দেশখালিতে মহিলা নির্যাতন, জমির জবরদখল, স্থানীয় বাসিন্দাদের উপর জুলুমবাজির অভিযোগগুলি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এই নিয়ে ফিরহাদকে প্রশ্ন করা হলে তিনি ওই মন্তব্য করেন। এই নিয়ে অবশ্য ফিরহাদকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। তাদের বক্তব্য ‘বিনাশকালে বিপরীত বুদ্ধি’ হয়েছে কলকাতার মেয়রের।
বৃহস্পতিবার সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, “এখন আর সিবিআইয়ের কোনও অস্তিত্ব নেই। তার কারণ ওই জুজুর ভয় এক বার হয়, দু’বার হয়, তিন বার হয়।” তার পরেই পদ্মশিবিরকে নিশানা করে তাঁর সংযোজন, “এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, তাতে ট্র্যাফিক পুলিশকে যেমন মানুষ আর মানে না, সিবিআইকেও মানে না।”
ফিরহাদের এই মন্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “ওঁর বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছে। রাজ্যের মন্ত্রী হয়ে বলছেন পুলিশ, ট্র্যাফিক পুলিশকে কেউ মানে না! বিপদের সময় মানুষ সেমসাইড গোল করে ফেলে।” একই সঙ্গে বালুরঘাটের বিদায়ী সাংসদ বলেন, “যে সমস্ত পুলিশ আধিকারিক নিরপেক্ষ ভাবে কাজ করেন, তাঁদের মানুষ মানে।