You will be redirected to an external website

Firhad Hakim: মা কালীর কাছে মুখ্যমন্ত্রীর জন্য প্রার্থনা ফিরহাদের,কী চাইলেন মেয়র?

Firhad-Hakim:-মা-কালীর-কাছে-মুখ্যমন্ত্রীর-জন্য-প্রার্থনা-ফিরহাদের,কী-চাইলেন-মেয়র?

মা কালীর কাছে মুখ্যমন্ত্রীর জন্য প্রার্থনা ফিরহাদের

কালীপুজোর উদ্বোধনে গিয়েও পরোক্ষে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই তোপ দাগতে দেখা গেল রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমকে। বাংলার বঞ্চনার কথা শোনা গেল তাঁর মুখে। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যাতে মা কালীর শক্তি পান, সেই প্রার্থনাই করবেন তিনি।

শান্তনু সেনকে পাশে নিয়ে এদিন ফিরহাদ হাকিম বলেন, “সবাই প্রার্থনা করুন যাতে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে শক্তি দেন মা। যাতে মমতা বন্দ্যোপাধ্য়ায় বাংলার বঞ্চনার বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যেতে পারেন।” মঞ্চ থেকেই আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের কথা মনে করিয়ে দিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, “আমরা যারা শহরে থাকি, বঞ্চনা কী সেটা বুঝতে পারি না সবসময়। 

একই সঙ্গে নাম না করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান ফিরহাদ। মানুষের মধ্যে বিভেদ ঘটানো হচ্ছে বলে দাবি করেন তিনি। ফিরহাদ বলেন, জগতের মা যদি তিনি হয়ে থাকেন, তাহলে মায়ের সৃষ্টিই তো আমরা সবাই। সবাই ভাই-বোন। আমাদের মধ্য়ে কেন বিভেদ আসবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

শ্রীনগরের-ডাল-লেকে-হাউস-বোটে-আগুন,মারা-গেলেন-তিন-বাংলাদেশি-পর্যটক Read Next

শ্রীনগরের ডাল লেকে হাউস ...