মাছ মাংসের দোকানে রয়েছে আগুন দর ! সংগৃহীত ছবি
শনিবারের বাজারে দেখা যাচ্ছে মাছ বাজারে ভিড় অপেক্ষাকৃত কম। তুলনায় অনেক বেশি ভিড় সবজি বাজারে। দামের দিক থেকে বিচার করলে সবজি বাজারে আলুর প্রতি কেজির দাম এখনও রয়েছে 20 টাকা । একাধিক সবজি দামি হয়েছে। তুলনামূলকভাবে কিছুটা দাম কমেছে চিকেনের। ফলে আপাতত একটু খরচ বাড়ছে সাধারণ মানুষের জন্য। কারণ এতদিন সবজি কিছুটা কম নয় পাওয়া গেলেও তা আর হচ্ছে না।
দামের দিক থেকে বিচার করলে সবজি বাজারে আলুর প্রতি কেজির দাম এখনও রয়েছে 20 টাকা। চন্দ্রমুখি আলুর ক্ষেত্রে এই দাম বেড়ে হচ্ছে 25 থেকে 26 টাকা। অন্যদিকে যদি কেউ ছোট আলু কিনতে চান সেক্ষেত্রে 15 থেকে 16 টাকা কেজি প্রতি দাম পড়বে। কলকাতায় পটলের দাম হয়েছে 50 থেকে 55 টাকা কেজি। ঢেঁড়সের প্রতি কেজিতে দাম রয়েছে 30 থেকে 40 টাকা। কুমড়োর প্রতি কেজিতে দাম 30 টাকা। পেঁপেরও প্রতি কেজিতে দাম রয়েছে 25 থেকে 30 টাকা। এঁচড়ের প্রতি কেজিতে দাম রয়েছে 40 থেকে 50 টাকা। কাঁচা আম এখন রেকর্ড সস্তা, কেজি প্রতি বিক্রি হচ্ছে মাত্র 10 টাকা দরে।
প্রতি কেজি চিকেনের দাম রয়েছে 220 টাকা। গোটা মুরগির ক্ষেত্রে কেজি প্রতি দাম রয়েছে 133 থেকে 145 টাকার মধ্যে। মাটনের প্রতি কেজিতে দাম রয়েছে 750 থেকে 800 টাকা। মাছের বাজার যেমন চড়া ছিল তেমনই রয়েছে। ফলে আপাতত একটু খরচ বাড়ছে সাধারণ মানুষের জন্য। কারণ এতদিন সবজি কিছুটা কম নয় পাওয়া গেলেও তা আর হচ্ছে না।