You will be redirected to an external website

মাল নদীতে হড়পা বানের ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ, ঘোষণা মমতা-মোদির

মাল-নদীতে-হড়পা-বানের-ঘটনায়-আর্থিক-ক্ষতিপূরণ,-ঘোষণা-মমতা-মোদির

এখনো পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে

গতকাল ছিল দূর্গা পূজার দশমী। আর এই দশমীতে জলপাইগুড়ির মাল নদীতে বিসর্জন দিতে গিয়ে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। গতকাল ভাসান দিতে গিয়ে মাল নদীতে হরপা বানে ভেসে গিয়েছেন প্রচুর মানুষ। আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১৩ জন মানুষকে উদ্ধার করে হাসপাতালে দেওয়া হয়েছে। ভাসমান আরও ৭০ জনকে পুলিশ স্থানীয় বাসিন্দারা এবং অসামরিক প্রতিরোধকারীরা উদ্ধার করেছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এই ভয়ংকর দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি দুর্ঘটনায় প্রাণ হারানো পরিবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু লাখ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। একই সাথে তিনি আহতদের জন্যও ৫০০০০ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। হেল্পলাইন নাম্বারটি হল ০৩৫৬১২৩০৭৮০/৯০৭৩৯৩৬৮১৫। আপাতত পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছে।

অন্যদিকে আজ সকালেই এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পরে আরেকটি টুইট করে তিনি লেখেন, "প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷"

AUTHOR :Ranjit Panji

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ছুটির-মধ্যেই-ভার্চুয়ালি-প্রশাসনিক-কাজ-করবেন-নবান্নের-আমলারা Read Next

ছুটির মধ্যেই ভার্চুয়ালি...