You will be redirected to an external website

Cyclone Remal: ২১ ঘণ্টা বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দরে চালু হল পরিষেবা

Cyclone-Remal:-২১-ঘণ্টা-বন্ধ-থাকার-পর-কলকাতা-বিমানবন্দরে-চালু-হল-পরিষেবা

সোমবার সকালে বিমান পরিষেবা চালু হল কলকাতা বিমানবন্দরে

২১ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকালে বিমান পরিষেবা চালু হল কলকাতা বিমানবন্দরে। ঘূর্ণিঝড় রেমালের কারণে রবিবার দুপুর ১২টা থেকে কলকাতা বিমানবন্দরে পরিষেবা বন্ধ ছিল। সোমবার কলকাতা বিমানবন্দর থেকে প্রথম উড়ান ছাড়ে সকাল ৮টা ৫৯ মিনিট নাগাদ। কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশে ইন্ডিগোর বিমান ছাড়ে।

কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, পরিষেবা চালু হলেও তা পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। কারণ, ঘূর্ণিঝড় শক্তি হারালেও দুর্যোগ এখনও কাটেনি। সোমবার সকাল থেকেই কলকাতায় বৃষ্টি হচ্ছে। কোথাও মুষলধারে, কোথাও ঝিরিঝিরি। আবহাওয়াও খুব একটা ভাল নয়।

রেমালের কারণে পরিষেবা ২১ ঘণ্টা বন্ধ থাকবে, তা আগেই জানিয়েছিলেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। রবিবার এখান থেকে শেষ বিমান ছাড়ে দুপুর ১২টা ১৬ মিনিট নাগাদ। তার পর থেকে গোটা দিন পরিষেবা বন্ধ থাকার পর সোমবার সকালে আবার চালু হয়।

রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যবর্তী অংশে বাংলাদেশের মোংলার কাছ থেকে ঝড় স্থলভাগে প্রবেশ করেছে। প্রায় চার ঘণ্টা ধরে চলেছে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Cyclone-Remal:রাতভর-বৃষ্টিতে-হাঁটুজল-শহর-জুড়ে,-নানা-জায়গায়-ছিঁড়ল-বিদ্যুতের-তার Read Next

Cyclone Remal:রাতভর বৃষ্টিতে হাঁ...