You will be redirected to an external website

Heavy Rainfall: প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি মহারাষ্ট্রের একাংশে

Heavy-Rainfall:-প্রবল-বর্ষণে-বন্যা-পরিস্থিতি-মহারাষ্ট্রের-একাংশে

প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি মহারাষ্ট্রের একাংশে

প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রের ঠাণে এবং পার্শ্ববর্তী পালঘর জেলায়। ২৪ ঘণ্টার অবিরাম বৃষ্টিতে জেলার অধিকাংশ অঞ্চলেই কোমরসমান জল দাঁড়িয়ে গিয়েছে। ঠাণে শহরে একটি উপচে ওঠা নর্দমায় পড়ে গিয়ে ভেসে যায় ১৬ বছরের এক কিশোর। এখনও পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। পালঘর জেলাতেও এক ব্যক্তি জলের তোড়ে ভেসে গিয়েছিলেন। পরে তাঁর দেহ উদ্ধার করা হয়। 

বুধবার প্রবল বর্ষণে নবি মুম্বইয়ের একটি বহুতল আবাসনের সীমানা পাঁচিল ভেঙে পড়ে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় কেউ জখম না হলেও, পার্কিং লটে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ঠাণে শহরে ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঠাণে পুরসভার বির্পযয় ব্যবস্থাপনা দফতরের প্রধান ইয়াসিন তাদভি জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ৫০৬ মিটার বৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে খবর, ভিওয়ান্ডি, কল্যাণ, উল্লাসনগরের মতো শহরগুলির মতো নিচু জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাজ্যের মানপদ পুলিশ স্টেশন জলে প্রায় ডুবে গিয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বদ্রীনাথ-যাওয়ার-রাস্তায়-ধস,-উত্তরাখণ্ডে-আটকে-বহু-পর্যটক Read Next

বদ্রীনাথ যাওয়ার রাস্তায়...