You will be redirected to an external website

অবশেষে শীত এল বঙ্গে... সকাল থেকে কুয়াশা, বেলা বাড়লেও ঠান্ডার আমেজ!

অবশেষে-শীত-এল-বঙ্গে...-সকাল-থেকে-কুয়াশা,-বেলা-বাড়লেও-ঠান্ডার-আমেজ!-

সকাল থেকে কুয়াশা, বেলা বাড়লেও ঠান্ডার আমেজ!

শীতের শুরু বাংলায়। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সকালে কুয়াশা  পরে কোথাও আংশিক মেঘলা আকাশ। প্রভাব বাড়বে উত্তর-পশ্চিমের বাতাসের। সপ্তাহান্তে বাড়বে শীতের আমেজ।উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। আগামী তিনদিনে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব ভারতে তাপমাত্রা আরও কমবে।

দক্ষিণ-পূর্ব আরবসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সোমবার ১১ই ডিসেম্বর। পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে।দক্ষিণবঙ্গে খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। আংশিক মেঘলা আকাশ। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে। বৃষ্টির সম্ভাবনা আর নেই। উত্তর-পশ্চিমের বাতাস বইবে। উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে।

অবশে শীতের শুরু বাংলায়। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।আজ শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে। আগামী সপ্তাহের শেষে  তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-অকাল-বৃষ্টিতে-চাষের-ব্যাপক-ক্ষতি,-ক্ষতিপূরণ-দেবেন-মমতা Read Next

Mamata Banerjee: অকাল বৃষ্টিতে চাষ...