You will be redirected to an external website

বাজার দর ক্রমেই চড়ছে,তবে আপাতত স্বস্তি মুরগির মাংসের দামে

বাজার-দর-ক্রমেই-চড়ছে,তবে-আপাতত-স্বস্তি-মুরগির-মাংসের-দামে

আপাতত স্বস্তি মুরগির মাংসের দামে

কলকাতায় অবশেষে নেমেছে মাংসের দাম। মাটনের দামে বড় কোনও পরিবর্তন না এলেও, সপ্তাহের শুরু থেকেই চিকেনের দর তুলনামূলক ভাবে রয়েছে কম। কলকাতা শহরে চিকেনের দাম এতদিন ছিল 230- 240 টাকা প্রতি কেজি। সেই দাম কমে হয়েছে 200 টাকাতে।

অন্যদিকে, সবজির দামও বেড়েছে শহর কলকাতা ও শহরতলিতে। কলকাতায় শীতকালে রেকর্ড পরিমাণে সবজির দাম কমেছিল। ফলে এতদিন বেশ কিছুটা কম দামেই সবজি কিনেছে আণজনতা। কিন্তু বিগত কয়েক দিন ধরেই শহর কলকাতায় বাড়তে শুরু করেছে নানা সবজির দাম। বাজার থেকে ওলকপি কার্যত ভ্যানিশ। ঠিক মতো পাওয়া যাচ্ছে না ফুলকপিও। ছোট ছোট বাঁধাকপির দাম রয়েছে 20 টাকা পিস।

অন্যদিকে, পটলের কেজি রয়েছে 50 থেকে 60 টাকা কেজি। উচ্ছের কেজি রয়েছে 40- 50 টাকা। কুমড়োর প্রতি কেজির দাম রয়েছে 30 টাকা। পাশাপাশি কলকাতায় জ্যোতি আলুর প্রতি কেজির দাম রয়েছে 15 টাকা। পেঁপের দাম হয়েছে 30 টাকা।

এছাড়া সস্তা পাওয়া যাচ্ছে টমেটো, পেঁয়াজের মতো সবজি। টমেটোর প্রতি কেজির দাম রয়েছে 20 টাকা। পেঁয়াজের প্রতি কেজির দাম রয়েছে 30 টাকা। বেগুনের প্রতি কেজির দাম রয়েছে 40- 50 টাকা। পাতিলেবুর দাম রয়েছে 3 টাকা করে। গন্ধরাজ লেবুর দাম রয়েছে 5 টাকা ও কাঁচা লঙ্কার দাম 100 গ্রামে রয়েছে 10 টাকা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

চৈত্র-মাসের-কালবৈশাখীতে-রাজ্যবাসী-যে-স্বস্তি-পেয়েছিল-তা-এবারও-উধাও-! Read Next

চৈত্র মাসের কালবৈশাখীতে...

Related News