You will be redirected to an external website

Sukanta Majumdar: প্রথম বার কেন্দ্রে মন্ত্রী হয়েই জোড়া দায়িত্ব পেলেন সুকান্ত, কী কী পেলেন মজুম

Sukanta-Majumdar:-প্রথম-বার-কেন্দ্রে-মন্ত্রী-হয়েই-জোড়া-দায়িত্ব-পেলেন-সুকান্ত,-কী-কী-পেলেন-মজুম

প্রথম বার কেন্দ্রে মন্ত্রী হয়েই জোড়া দায়িত্ব পেলেন সুকান্ত

নরেন্দ্র মোদীর গত মন্ত্রিসভায় জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। এ বারও তাঁর মন্ত্রক বদলাল না। তবে প্রথম বার কেন্দ্রে মন্ত্রী হয়েই জোড়া দায়িত্ব পেলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মদুমদার। সুকান্তকে শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার শপথগ্রহণের পর সোমবার মন্ত্রক বন্টন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগের মন্ত্রিসভায় বাংলা থেকে চার জন ছিলেন। তাঁদের মধ্যে এ বার জন বার্লা ভোটে টিকিট পাননি। নিশীথ প্রামাণিক এবং সুভাষ সরকার ভোটে হেরে গিয়েছেন। ফলে জল্পনা ছিল এ বার কে কে মন্ত্রী হবেন। দেখা যায়, শান্তনুর পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি সুকান্তকেও মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। তবে এ বারও বাংলা থেকে কেউ পূর্ণমন্ত্রী হননি।

২০১৯ সালে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার মধ্যে দিয়েই সুকান্তের রাজনীতিতে প্রবেশ। রাজনীতিতে আসার আগে অধ্যাপনা করতেন সুকান্ত। তিনি ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক। শিক্ষার সঙ্গে তাঁর যোগ ছিলই। অনেকের মতে, সে সব বিবেচনা করেই তাঁকে এই মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। কারও কারও এ-ও বক্তব্য, বাংলায় শিক্ষা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ রয়েছে। সে সব ভেবেও সুকান্তকে ওই দায়িত্ব দেওয়া হয়ে থাকতে পারে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Shiv-Sena:-পূর্ণমন্ত্রিত্ব-না-পেয়ে-এ-বার-প্রকাশ্যে-মুখ-খুলল-হতাশ-শিন্ডেসেনাও Read Next

Shiv Sena: পূর্ণমন্ত্রিত্ব না ...