প্রথমবার গ্রামে বসল মোবাইল নেটওয়ার্ক
হিমাচলের স্পিতি উপত্যকার এক চিলতে গ্রাম গিউ। সে গ্রামে প্রথমবার পৌঁছল মোবাইল ফোনের নেটওয়ার্ক। গ্রামের লোকের কাছে প্রথম ফোনটাই এল দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে উচ্ছ্বসিত তাঁরা। জানালেন, কারও সঙ্গে যোগাযোগ করতে হলে এতদিন কী কঠিন পথ পার করতে হতো তাঁদের।
এদিন প্রায় ১৩ মিনিট গ্রামের যুবকদের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। জানতে চান এর আগে কীভাবে কারও সঙ্গে যোগাযোগ করতেন তাঁরা? প্রশ্ন করেন, নেটওয়ার্ক ছাড়া নিশ্চয়ই খুব সমস্যা হতো? জবাবে এক যুবক বলেন, “খুবই সমস্যা হতো আমাদের। প্রায় ৮ কিলোমিটার পথ পার করতে হতো আমাদের। মেইন রোডের কাছে গেলে তারপর ফোনে কথা বলা সম্ভব হতো।”
চারদিক পাহাড়ে ঘেরা গ্রাম। কনকনে হাওয়া, বরফ চারপাশে। এরইমধ্যে বসেছে মোবাইল ফোনের নেটওয়ার্ক। খুশি আর ধরে রাখতে পারছিলেন না গ্রামের ছেলে, বউরা। সমুদ্রস্পৃষ্ঠ থেকে ১৪ হাজার ৯৩১ ফুট উঁচুতে অবস্থিত গিউ। তাবো মনেস্ট্রি থেকে এ গ্রামের দূরত্ব ৪০ কিলোমিটার। ভারত-চিন সীমান্ত থেকে এ গ্রামের দূরত্ব খুব বেশি নয়।