You will be redirected to an external website

Narendra Modi: গ্রামে বসল মোবাইল নেটওয়ার্ক, প্রথম ফোনই এল প্রধানমন্ত্রীর কাছ থেকে…

Narendra-Modi:-গ্রামে-বসল-মোবাইল-নেটওয়ার্ক,-প্রথম-ফোনই-এল-প্রধানমন্ত্রীর-কাছ-থেকে…

প্রথমবার গ্রামে বসল মোবাইল নেটওয়ার্ক

হিমাচলের স্পিতি উপত্যকার এক চিলতে গ্রাম গিউ। সে গ্রামে প্রথমবার পৌঁছল মোবাইল ফোনের নেটওয়ার্ক। গ্রামের লোকের কাছে প্রথম ফোনটাই এল দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে উচ্ছ্বসিত তাঁরা। জানালেন, কারও সঙ্গে যোগাযোগ করতে হলে এতদিন কী কঠিন পথ পার করতে হতো তাঁদের। 

এদিন প্রায় ১৩ মিনিট গ্রামের যুবকদের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। জানতে চান এর আগে কীভাবে কারও সঙ্গে যোগাযোগ করতেন তাঁরা? প্রশ্ন করেন, নেটওয়ার্ক ছাড়া নিশ্চয়ই খুব সমস্যা হতো? জবাবে এক যুবক বলেন, “খুবই সমস্যা হতো আমাদের। প্রায় ৮ কিলোমিটার পথ পার করতে হতো আমাদের। মেইন রোডের কাছে গেলে তারপর ফোনে কথা বলা সম্ভব হতো।”

চারদিক পাহাড়ে ঘেরা গ্রাম। কনকনে হাওয়া, বরফ চারপাশে। এরইমধ্যে বসেছে মোবাইল ফোনের নেটওয়ার্ক। খুশি আর ধরে রাখতে পারছিলেন না গ্রামের ছেলে, বউরা। সমুদ্রস্পৃষ্ঠ থেকে ১৪ হাজার ৯৩১ ফুট উঁচুতে অবস্থিত গিউ। তাবো মনেস্ট্রি থেকে এ গ্রামের দূরত্ব ৪০ কিলোমিটার। ভারত-চিন সীমান্ত থেকে এ গ্রামের দূরত্ব খুব বেশি নয়। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Jyotipriya-Mallick:-প্রবল-দাবদাহের-জেরে-অসুস্থ-হয়ে-পড়লেন-প্রাক্তন-মন্ত্রী-জ্যোতিপ্রিয়-মল্লিক Read Next

Jyotipriya Mallick: প্রবল দাবদাহের জ...