এপ্রিল শেষেই স্বস্তির আস্তানা ! সংগৃহীত ছবি
শনিবারও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমলেও, রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে। কিছু কিছু জেলায় দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে।
এপ্রিল ২৯ থেকে ৩ মে ২০২৩ পর্যন্ত রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ডবৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ক্ষেত্রেই এই পূর্বাভাস প্রযোজ্য থাকবে ৷ এর অর্থ এপ্রিলের শেষ ও মে মাসের শুরুতে রাজ্যবাসী ঝড়বৃষ্টির সাক্ষী থাকতে চলেছে । দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে শিলাবৃষ্টি ৷ ২৯ এপ্রিল বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও ৩০ এপ্রিল থেকে বৃষ্টিপাত বাড়বে বলেই জানতে পারা গিয়েছে ৷ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদা, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর ৷
ঝড় বৃষ্টি হওয়ায় রাতের তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়। বর্ধমানের একাধিক এলাকা ভোরে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। এই পরিস্থিতি থাকবে সোমবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্প থাকায় দিনে অস্বস্তি থাকবে। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি কম।