ম্যাচে কি বৃষ্টি বাধা হবে? সংগৃহীত ছবি
গত কয়েকদিন ধরেই কলকাতায় সন্ধ্যার দিকে ঘন কালো মেঘ, তারপর হচ্ছে বজ্রবিদ্যৎ সহ ঝড়বৃষ্টি। আজ শনিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের ম্যাচ। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ ।বিশেষ করে ম্যাচটি কলকাতা নাইট রাইডার্সের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। লখনউয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। কিন্তু বৃষ্টিতে যদি ম্যাচ ভেস্তে যায় তাহলে কেকেআরের প্লে অফের স্বপ্নের ইতি ঘটবে এখানেই। হাসতে হাসতে পরের পর্বে পা রাখবে লখনউ।
আইপিএলে লিগ পর্বের বাকি আর ৪টে ম্যাচ। প্লে অফ নিশ্চিত হয়েছে শুধুমাত্র গুজরাট টাইটান্সের। শেষ চারের বাকি তিনটে দল স্পষ্ট হয়ে যাবে দিন দুয়েকের মধ্যেই। প্লে অফের আশায় রয়েছে সিএসকে, লখনউ, আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসও রয়েছে দৌড়ে। তবে কেকেআরের প্লে অফে ওঠা এখান থেকে খুবই কঠিন। ১৩ ম্যাচের তাদের পয়েন্ট সংখ্যা ১২। শেষ ম্যাচ জিতলেও খুব বেশি ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে। শুধু জিতলেই হবে না, বিশাল ব্যাবধানে জিততে হবে। রান তাড়া করলে খুব কম ওভারের মধ্যে ম্যাচ জিততে হবে। সেক্ষেত্রে লখনউ প্রথমে ব্যাট করে ২০০ রান তুলে ফেললে রিঙ্কুদের পক্ষে জেতা অসম্ভব। তাছাড়া জিতলেও প্লে অফের জন্য বাকি দলগুলির পয়েন্ট নষ্ট হওয়ার দিকে তাকিয়ে থাকতে হবে নাইটদের।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সারাদিনই কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকে ঝেঁপে বৃষ্টি নামতে পারে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। তবে সন্ধ্যার সময় আকাশ পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ, ম্যাচের সময় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।