উত্তরবঙ্গে আরও ৭টি হাতির করিডোর বানাচ্ছে বন দফতর
হাতি-মানুষ সংঘাতে বাড়ছে ক্ষয়ক্ষতি। ভাঙছে ঘরবাড়ি, থাকছে প্রাণহানির আশঙ্কাও। জঙ্গলের মধ্যে হাতি চলাচলের নিরাপদ রাস্তা তৈরির জন্য উদ্যোগ বন দফতরের। বাড়ানো হচ্ছে হাতির করিডোরের সংখ্যা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা মিলিয়ে আরও সাতটি নতুন করিডোর তৈরি করা হচ্ছে বলে বন দফতর সূত্রে খবর।
আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা মিলিয়ে মোট সাতটি নতুন এলিফ্যান্ট করিডর হচ্ছে। মঙ্গলবার মাদারিহাটের জলদপাড়া এনআইসিতে এসে একথা ঘোষণা করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন এনআইসিতে বনদফতরের আধিকারিক ও জেলাপরিষদের সভাধিপতি ও কর্মাধক্ষ্যদের নিয়ে বৈঠক করেন বনমন্ত্রী। বৈঠক শেষে এদিন বনমন্ত্রী জানান, বেশ কিছু নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে আলিপুরদুয়ারে চারটি ও জলপাইগুড়ি জেলায় তিনটি মোট সাতটি হাতির করিডোর করা হচ্ছে। এছাড়াও পর্যটন বিকাশে বেশ কিছু নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যটন দফতরের সঙ্গে নিয়ে পর্যটন বিকাশে নতুন 'পর্যটন প্যাকেজ' করার চিন্তাভাবনা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একটি নির্দিষ্ট জায়গা দিয়ে হাতির দল নিয়মিত এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যায়। সেক্ষেত্রে হাতির যাত্রাপথের মাঝে জনবসতি বা রাস্তা থাকলে সমস্যা তৈরি হয়। সে কারণেই বন দফতরের উদ্যোগে হাতির জন্য নির্দিষ্ট করিডোরের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। কয়েকদিন আগেই কলকাতায় পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির প্রতিনিধি এই সমস্যা নিয়ে বৈঠকে বসে। সেখানেই নতুন করিডোর গঠনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।