You will be redirected to an external website

রাজভবনে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়,রাজভবনে কেন ‘মহারাজ’

রাজভবনে-গেলেন-প্রাক্তন-ভারত-অধিনায়ক-সৌরভ-গঙ্গোপাধ্যায়,রাজভবনে-কেন-‘মহারাজ’

রাজভবনে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ

মঙ্গলবার বিকেলে হঠাৎ রাজভবনে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন বিকেল পাঁচটা নাগাদ রাজভবনে যান তিনি। কালো রঙের একটি গাড়িতে চেপে রাজভবনের ভিতরে ঢোকেন। হঠাৎ করে সৌরভের এই রাজভবন যাত্রা ঘিরে গুঞ্জন ছড়িয়েছে বিভিন্ন মহলে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে কী নিয়ে প্রাক্তন ভারত অধিনায়কের কথা হচ্ছে, তা নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্য়েই। তবে প্রাক্তন ভারত অধিনায়কের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কোনও রাজনৈতিক কারণে এই আগমন নয়। রাজ্যপালের এক বন্ধু রয়েছেন, যিনি আবার সৌরভেরও বন্ধু। সেই বন্ধুর সঙ্গেই আজ রাজভবনে যান সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু বাংলা নয়, গোটা দেশের কাছে আইকন। সেই সৌরভকে নিয়ে রাজনীতির টানাটানি দীর্ঘদিনের। প্রাক্তন ভারত অধিনায়ক ঘাসফুল নাকি পদ্মফুল, কোন ফুলের বেশি ঘনিষ্ঠ, তা নিয়েও চলেছে চুলচেরা বিশ্লেষণ। তাঁর বিজেপিতে যোগদান নিয়েও এককালে তুমুল জল্পনা ছড়িয়েছিল। যদিও সেই সব জল্পনাকেই সাবধানে পাশ কাটিয়ে গিয়েছেন সৌরভ। এখনও পর্যন্ত সক্রিয় রাজনীতিতে নামার কোনও ইঙ্গিত তিনি দেননি।

তবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে রাজ্যের শাসক শিবির ও কেন্দ্রের শাসক শিবিরের মধ্যে টানাটানি রয়েই গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে যেমন সৌরভকে বিভিন্ন সময়ে বৈঠক করতে দেখা গিয়েছে। মমতার সঙ্গে বৈঠক করতে নবান্নেও গিয়েছিলেন সৌরভ। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Rath-Yatra-:-ইস্কনের-রথযাত্রায়-মঙ্গল-আরতি-মুখ্যমন্ত্রীর Read Next

Rath Yatra : ইস্কনের রথযাত্রায় ...