You will be redirected to an external website

Oommen Chandy: প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডি, বয়স হয়েছিল ৭৯ বছর

Oommen-Chandy:-প্রয়াত-কেরলের-প্রাক্তন-মুখ্যমন্ত্রী-উমেন-চাণ্ডি,-বয়স-হয়েছিল-৭৯-বছর

প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডি

প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা উমেন চাণ্ডি। বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার কাকভোরে বেঙ্গালুরুর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে কেরলে মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছে। কংগ্রেস সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৪টে ২৫ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন উমেন। তিনি ক্যানসারে ভুগছিলেন। দীর্ঘদিন ধরেই শারীরিক ভাবে অশক্ত হয়ে পড়েছিলেন উমেন।

২০০৪ থেকে ২০০৬ এবং ২০১১ থেকে ২০১৬ সাল—দু’দফায় মোট সাত বছর কেরলের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন উমেন। এ ছাড়াও শ্রম দফতর, স্বরাষ্ট্র, অর্থ দফতরের মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। কেরল বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবেও কাজ করেছেন উমেন।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেরলের বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বিধানসভার স্পিকার, বিরোধী দলনেতা প্রমুখ। শোকপ্রকাশ করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Himachal-Pradesh:-মুহুর্মুহু-ধস,-হড়পা-বান-আর-মেঘ-ভাঙা-বৃষ্টিতে-বিধ্বস্ত-হিমাচল Read Next

Himachal Pradesh: মুহুর্মুহু ধস, হড�...

Related News