শ্রীনগর গেলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীও
লাদাখ সফর সেরে শুক্রবারই শ্রীনগরে পৌঁছেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শনিবার শ্রীনগর গেলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীও। দলীয় সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত সফরে কাশ্মীর গিয়েছেন সনিয়া।
শনিবার দুপুরে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছন সনিয়া। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কংগ্রেসের জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বিকার রসুল ওয়ানি এবং স্থানীয় নেতারা। এক প্রবীণ কংগ্রেস নেতা জানিয়েছেন, শ্রীনগর পৌঁছে নিগিন হ্রদে নৌকাভ্রমণে যান সনিয়া। ওই নিগিন হ্রদেই একটি হাউসবোটে রয়েছেন রাহুল। যদিও সনিয়া থাকছেন রায়নাওয়াড়ি এলাকার একটি হোটেলে।
২০১৯ সালের অগস্টে কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পেয়েছিল লাদাখ। তার পর এই প্রথম সেখানে গেলেন তিনি। গত কয়েক দিনে লাদাখের নুব্রা উপত্যকা, প্যাংগং হ্রদ, খারদুংলায় বাইকে চেপে ঘুরেছেন রাহুল। বৃহস্পতিবার পৌঁছন কার্গিলে। সেখানে সভা করেন শুক্রবার সকালে। আক্রমণ করেন প্রধানমন্ত্রীকে। তার পরেই শ্রীনগরের উদ্দেশে রওনা দেন।