জি-২০-র ওয়ার্কিং গ্রুপের বৈঠক বসবে চেন্নাইতে
২৬ ও ২৭ জুলাই অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার এই বৈঠক বসতে চলেছে। এরপর ২৮ জুলাই অর্থাৎ শুক্রবার জি ২০ দেশগুলির পরিবেশ মন্ত্রীরা বসবেন বৈঠকে। অন্তত ২৫ জন মন্ত্রী সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব রিচা শর্মা জানিয়েছেন, ওয়ার্কিং গ্রুপের বৈঠকে কী আলোচনা হল, সেই সংক্রান্ত নথি প্রকাশ করা হবে মন্ত্রীদের বৈঠকে। চলতি বছরে এই পরিবেশ সংক্রান্ত বিষয়ে যে তিনটি বৈঠক হয়েছে, সে সম্পর্কে এদিন রিচা শর্মা জানিয়েছেন, মূলত তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে- ভূমির ক্ষয় রোধ করা, বাস্তুতন্ত্র বজায় রাখার ক্ষেত্রে জোর দেওয়া ও জীববৈচিত্র্য বজায় রাখা।
সমুদ্রে দূষণ এড়াতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট এদিন পেশ করা হয়েছে। ৪০টি দেশের থেকে তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরি করেছে ভারত। জমি বা ভূমি ক্ষয় রোধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই প্রসঙ্গে পরিবেশ মন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (বন বিভাগ) ভবেশ রঞ্জন জানিয়েছেন, মূলত দুই ধরনের জমি বাঁচাতে উদ্যোগ নেওয়া হচ্ছে, এক, যে জমি দাবানলে নষ্ট হয়েছে আর যে জমি খনির উত্তোলনের কাজে নষ্ট হয়েছে।