রাস্তার দাবিতে গাজোলে ভোট বয়কটের ডাক
ভোট আসে ভোট যায়,তৈরি হয় না রাস্তা, মেলে না পরিশ্রুত পানীয় জল। আর তাই এবার ভোট বয়কটের পথে হাঁটলেন মালদার গাজোল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। আর শুধু তাই নয়, কেউ যদি ভোট দিতে যান তাহলে তাঁকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা।
জানা গিয়েছে, এই অঞ্চলে বড় জগদীশপুর এলাকার নানাহাট থেকে বেলতলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার জুড়ে নেই কোনও পাকা রাস্তা। যে রাস্তা দিয়ে গ্রামের বাসিন্দারা চলাফেরা করেন, সেটিও সামান্য বৃষ্টিতেই হাঁটাচলার অযোগ্য হয়ে ওঠে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।
এই প্রসঙ্গে গ্রামের এক তরুণী রত্না দেবনাথ বলেন, 'আমাদের মূলত ৩টি সমস্যা। রাস্তা ঠিক নেই। গ্রামে প্রায় ৫০টি বাড়ি, তারা জলের ব্যবস্থা সঠিকভাবে পাচ্ছে না। কিছু কিছু জায়গায় বিদ্যুদের ব্যবস্থা হয়েছে। তবে সব বাড়িতে এখনও হয়নি। বর্ষায় সাইকেল নিয়ে যাতায়াত করা যায় না। স্কুল কলেজ যাতায়াত করা যায় না। অনেকে পড়ে গিয়ে আহতও হন। বয়স্ক ও শিশুদের হাঁটাচলায় অসুবিধা হয়। লালমাটির রাস্তা অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি।'
প্রসঙ্গত, বিগত বছরগুলিতেও বিভিন্ন সময় নানান দাবিতে ভোট বয়কটের পথে হাঁটাতে দেখা গিয়েছে মানুষকে। বেশিরভাগ সময়ই অভিযোগ উঠেছে এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। এবার ফের একবার সেই পথেই হাঁটতে দেখা গেল মালদার গাজোলের বড় জগদীশপুর এলাকার মানুষকে। এখন দেখার গ্রামবাসীদের এই দাবির প্রেক্ষিতে কোনও পদক্ষেপ করে কি না রাজনৈতিক দলগুলি।