You will be redirected to an external website

আজ থেকে দু দিনের গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী! চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আজ-থেকে-দু-দিনের-গঙ্গাসাগর-সফরে-মুখ্যমন্ত্রী!-চলছে-শেষ-মুহূর্তের-প্রস্তুতি

কার্যত আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা

কার্যত আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। মেলার শেষ মুহূর্তে প্রস্তুতি এখন তুঙ্গে। তার মধ্যেই আজ থেকে দুদিনের গঙ্গাসাগর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই গঙ্গাসাগর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করেছেন।

জেলা প্রশাসনকে নিয়ে দিয়েছেন একাধিক নির্দেশ। আগত পূর্ণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য একাধিক নির্দেশ দিয়েছিলেন ডিসেম্বরে শেষ সপ্তাহের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গতবারের তুলনায় এবারের পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে। গঙ্গাসাগর মেলায় সকলের গতিবিধির উপর নজর রাখতে দিকে দিকে ওয়াচ টাওয়ার করা হয়েছে।

কোনওরকম অসুবিধা দেখা দিলেই কন্ট্রোল রুম থেকে তা মোকাবিলা করা হবে। গোটা গঙ্গাসাগর মেলা চত্বর সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। আগের বাড়ি থেকে আরও বেশি ক্যামেরা বসানো হয়েছে। কন্ট্রোল রুম থেকে সেই সময় সব ক্যামেরার ফুটেজে নজর রাখা হবে। 

রবিবার রাতেই দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন তিনি বলেই সূত্রের খবর। মেলার জন্য ইতিমধ্যেই খোলা হয়েছে হেল্প ডেস্ক। মেডিক্যাল ক্যাম্পও করা হয়েছে। কচুবেড়িয়া বাস স্ট্যান্ড ও গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে মেলা চত্বরে এক নম্বর থেকে ৫ নম্বর রাস্তা পর্যন্ত আলোর কাজও শেষ হয়েছে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ঘুরতে-আচমকা-থেমে-গেল-নৌকা!-দু’ঘণ্টা-জলেই-আটকে-রইলেন-কেন্দ্রীয়-মন্ত্রী Read Next

ঘুরতে আচমকা থেমে গেল নৌক...