ঘাটালে ফের প্রার্থী দেব!
“ঘাটালে পূর্ণ সময়ের সাংসদ হলে আমার চেয়ে ভালো কাজ করবে”, দিন কয়েক আগেই এমন মন্তব্য করে রাজনৈতিকমহলে শোরগোল ফেলে দিয়েছিলেন তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। সেই থেকেই জল্পনার সূত্রপাত, তাহলে কি এবার তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে (Lok Sabha Poll 2024) লড়ছেন না টলিউড সুপারস্টার? তবে বুধবার কালীঘাটের দলীয় বৈঠকে বদলে গেল হিসেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) তরফে ‘গুড বয়’ সার্টিফিকেট পেয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তারকা সাংসদের।
বুঝবার বিকেলে কালীঘাটের দলীয় বৈঠকে মমতা বলেন, “দেব (MP Actor Dev) একটা ভালো ছেলে। শিল্পী মানুষ। ও অত্যন্ত ভালো। দেব আমাদের দলের সম্পদ।” ঘাটাল সাংগঠনিক জেলাকে উদ্দেশ্য করেই এরপর মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “কাদের জন্য দেব দাঁড়াতে চাইছে না। কেন এমন হবে? তোরা কি করছিস?” প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফলে পূর্ব মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে ৮৩ হাজারেরও বেশি ভোটে জিতিয়েছিলেন প্রার্থী দেব। লোকসভা নির্বাচনের মার্কশিটে সেই ফলাফল অধরা রাখতেই এবারও মমতা যে টলিউড সুপারস্টারকেই প্রার্থী হিসেবে চাইছেন, তা এদিনের বৈঠকে পরিষ্কার হয়ে গেল।